India-Bangladesh: মূল্যবৃদ্ধির জেরে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: পীযূষ গোয়েল

Rajib Khan | Edited By: Sukla Bhattacharjee

Aug 25, 2023 | 11:45 PM

India-Bangladesh Relation: এদিন পীযূষ গোয়েল জি-২০ বৈঠকে বাংলাদেশের অবদানের প্রশংসা করে বলেন, ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে বিশেষ বন্ধুত্ব ও অংশীদারিত্বকে মূল্যায়ন করে থাকে।

India-Bangladesh: মূল্যবৃদ্ধির জেরে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: পীযূষ গোয়েল
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির।
Image Credit source: নিজস্ব চিত্র।

Follow Us

দিল্লি ও ঢাকা: ভারত থেকে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে আগেই একটি প্রক্রিয়া প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাব দ্রুত বাস্তবায়নের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ, শুক্রবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের (Piyush Goyal) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেই এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী (Bangladesh Minister)।

জানা গিয়েছে, রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জি-২০ বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতেই ভারতে আসেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জি-২০ বৈঠক শুরুর আগে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সেই বৈঠকে দু-দেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের একটি প্রক্রিয়া প্রণয়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্প্রতি দেশে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে রাশ টানতে ৪০ শতাংশ রফতানি শুল্ক বসিয়েছে ভারত সরকার। এর ফলে বাংলাদেশে পিঁয়াজের দামের উপর বিরূপ প্রভাব পড়েছে। এব্যাপারেও পীযূষ গোয়েলের দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। যদিও প্রতিকূল আবহাওয়া এবং খাদ্যদ্রব্যের মূদ্রাস্ফীতির কারণে ভারতও কৃষিজাত পণ্যের উৎপাদন ঘাটতিতে ভুগছে এবং তার ফলেই ভারত সরকার কিছু কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানান পীযূষ গোয়েল। তবে শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে বাংলাদেশের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন তিনি। অন্যদিকে, পাটজাত পণ্যের উপর থেকে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের বিষয়টিও সর্বোচ্চ পর্যায়ে বিবেচনা করা হবে বলে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীকে আশ্বাস দিয়ে পীযূষ গোয়েল বলেন, বিশ্বব্যাপী উৎপাদনে ব্যাঘাত, সরবরাহের ঘাটতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট অসুবিধাগুলি কাটিয়ে উঠতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিন পীযূষ গোয়েল জি-২০ বৈঠকে বাংলাদেশের অবদানের প্রশংসা করে বলেন, ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে বিশেষ বন্ধুত্ব ও অংশীদারিত্বকে মূল্যায়ন করে থাকে। টিপু মুনশিও জি-২০-র সভাপতিত্ব করার সুযোগ পাওয়ার ভারতকে অভিনন্দন জানান এবং অর্থনৈতিক সহযোগিতা ফোরামে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জি-২০ বৈঠকের পর টিপু মুনশি সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী এমই মাজিদ আল কাসাবির সঙ্গেও দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয় নিয়ে একপ্রস্থ বৈঠক করেন।

Next Article