AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: থিম্পুতেও মোদীর মুখে দিল্লি বিস্ফোরণের কথা, প্রধানমন্ত্রীর ‘অঙ্গীকারে’ অভিভূত ভুটান

PM Narendra Modi in Bhutan: সোমবার সন্ধেয় লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন মোদী। মৃতদের পরিজনদের সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মঙ্গলবার সকালে ভুটানের উদ্দেশে রওনা দেন তিনি।

PM Modi: থিম্পুতেও মোদীর মুখে দিল্লি বিস্ফোরণের কথা, প্রধানমন্ত্রীর 'অঙ্গীকারে' অভিভূত ভুটান
ভুটানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Nov 12, 2025 | 7:33 AM
Share

থিম্পু: লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের পরদিনই তিনি ভুটান সফরে গিয়েছেন। কিন্তু, সেখান থেকেও দিল্লিতে বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্ফোরণের নেপথ্যে যারা রয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ভুটান সফরে গিয়েও মোদীর মুখে যখন দিল্লি বিস্ফোরণের কথা, তখন ভারতের প্রধানমন্ত্রীর ভুটান সফরের প্রশংসা করল সেদেশের সংবাদমাধ্যম। দিল্লিতে বিস্ফোরণের পরও প্রধানমন্ত্রী মোদী যেভাবে নিজের ‘অঙ্গীকার’ রাখতে ভুটান সফরে গিয়েছেন, তাতে অভিভূত ভুটান।

ভুটানের ‘দ্য ভুটানিজ’ নামে একটি সংবাদপত্রের সম্পাদক তেনজিং লামসাং এক্স হ্যান্ডলে লিখেছেন, “দিল্লিতে বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী মোদী ভুটান আসতে পারবেন কি না, তা নিয়ে আমরা দোটানায় ছিলাম। কিন্তু, সকলকে অভিভূত করে তিনি এলেন।” ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভুটানে গিয়েছিলেন মোদী। সেকথা উল্লেখ করে তেনজিং লামসাং লেখেন, তাঁর এই অঙ্গীকারই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধেয় লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন মোদী। মৃতদের পরিজনদের সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মঙ্গলবার সকালে ভুটানের উদ্দেশে রওনা দেন তিনি। ভুটানের চতুর্থ রাজার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে ও দুই দেশের সম্পর্ককে দৃঢ় করতেই মোদীর এই সফর। ভুটানে পা রেখেও দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা দেন মোদী। দিল্লি বিস্ফোরণের মূল পর্যন্ত পৌঁছনো হবে এবং এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এর আগে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় সৌদি আরব সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরে এসেছিলেন মোদী।