কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ব্রাজিল প্রেসিডেন্টের জরিমানা

arunava roy |

May 23, 2021 | 3:33 PM

কোভিড সুরক্ষাবিধি না মানায় ব্রাজিলের প্রেসিডেন্টের (Brazil President) জরিমানা

কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ব্রাজিল প্রেসিডেন্টের জরিমানা
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

Follow Us

মারানহাও: অস্বস্তিতে পড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে করোনার সুরক্ষাবিধি অমান্য করার অভিযোগ উঠেছে। এর জেরে জাইরে বলসোনারোকে (Jair Bolsonaro) জরিমানাও দিতে হবে। তাঁর শাস্তির দাবি করেছে মারানহাওয়ের (Maranhao) প্রশাসন। করোনার মৃত্যু মিছিলে সারা বিশ্বে ব্রাজিলের স্থান তৃতীয়। দেশের অবস্থা ভয়ঙ্কর। এমন পরিস্থিতিতে সুরক্ষা বিধি না মেনে জমায়েত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

এর আগেও করোনাকে অবহেলা করতে দেখা গিয়েছে জাইরে বলসোনারোকে। এমন কি ভ্যাকসিন নিতেও উদাসীন তিনি। এর মাশুলও দিতে হয়েছে তাঁকে। কিছু দিন আগে নিজেই আক্রান্ত হয়েছিলেন করনায়। এর পরেও সচেতন নন বলসোনারো। শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে মারানহাওতে এসেছিলেন তিনি। প্রেসিডেন্ট সহ সেই অনুষ্ঠানে উপস্থিত জনতার মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব না মেনেই অনুষ্ঠান চলছিল।

এর পরেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরে বলসোনারোকে চিঠি পাঠয়ে শাস্তির কথা জানায় মারানহাওয়ের প্রশাসন। জানা গিয়েছে, চিঠির জবাব দিতে ১৫ দিন সময় চেয়েছে জাইরে বলসোনারোর দফতর। সাধারণ মানুষের মতোই আইন যে প্রেসিডেন্টের জন্যও প্রযোজ্য, সে কথাই প্রমাণ করল মারানহাওয়ের প্রশাসন। ব্রাজিলের এই রাজ্যে করোনার সংক্রমণ বেশি। সুরক্ষা বিধি না মানার অভিযোগে প্রেসিডেন্টকে জরিমানা দিতে হবে বলে দাবি উঠেছে।

Next Article