Bus Accident: সেতু ভেঙে খালে পড়ল বরযাত্রীর গাড়ি, নিহত ৯

Rajib Khan | Edited By: সায়নী জোয়ারদার

Jun 22, 2024 | 10:38 PM

Accident: জানা গিয়েছে, ওই সেতু দিয়ে যাতে গাড়ি না চলাচল করে তার জন্য নোটিস লাগানো ছিল। ভারী গাড়ি চলাচলের অনুমতি ছিল না। তারপরও বাসটি ওই সেতু ধরে এগোতে গেলে ঘটে বিপত্তি। ঘটনার পর প্রথমে সাতজনের মৃতদেহ উদ্ধার হয়। পরে আরও দু'জনকে উদ্ধার করা হয়। সকলেই মহিলা ও শিশু। সাতজন মাদারিপুরের বাসিন্দা।

Bus Accident: সেতু ভেঙে খালে পড়ল বরযাত্রীর গাড়ি, নিহত ৯
বাস পড়ে যায় খালে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঢাকা: ভয়াবহ দুর্ঘটনা। বরযাত্রীবাহী গাড়ি উল্টে গিয়ে পড়ল খালে। নিহত ৯ জন। বাংলাদেশের বরগুনায় এই দুর্ঘটনা ঘটেছে। একটি ছোট বাসে বরযাত্রী যাচ্ছিলেন একটি পরিবারের ১৭ জন। শনিবার দুপুরে আমতলিতে চাওড়া-হলদিয়া খালের উপর লোহার সেতু দিয়ে বাসটি যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। অনেকেই এই ঘটনায় আহত হন। তিনজনের এখনও খোঁজ নেই।

জানা গিয়েছে, ওই সেতু দিয়ে যাতে গাড়ি না চলাচল করে তার জন্য নোটিস লাগানো ছিল। ভারী গাড়ি চলাচলের অনুমতি ছিল না। তারপরও বাসটি ওই সেতু ধরে এগোতে গেলে ঘটে বিপত্তি। ঘটনার পর প্রথমে সাতজনের মৃতদেহ উদ্ধার হয়। পরে আরও দু’জনকে উদ্ধার করা হয়। সকলেই মহিলা ও শিশু। সাতজন মাদারিপুরের বাসিন্দা।

ওই ছোট বাসে ১৭ জন যাত্রী ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, লোহার সেতুটি ২০০৫ সাল নাগাদ তৈরি হয়। আগে এখানে একটি বাঁশের সাঁকো ছিল। মূলত পায়ে হেঁটে যাতায়াতের জন্য এই সেতু। দীর্ঘদিন ধরেই গাড়ি চলাচল নিয়ে সতর্কবার্তা ছিল। তা উপেক্ষা করে এদিন মিনি বাসটি যেতে গেলে এই ঘটনা ঘটে। মাঝ বরাবর সেতু ভেঙে পড়ে কচুরিপানা ভরা খালে। বর্ষাকাল হওয়ায় খালের জল এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী ওই গাড়ি কার্যত ডুবে যায়।

Next Article