ওয়াশিংটন ডিসি: ডোনাল্ড ট্রাম্পকে হটিয়ে মার্কিন রাষ্ট্রপতির পদে বসবেন টেসলা কর্তা ইলন মাস্ক? আমেরিকার আকাশে বাতাসে এখন জোর জল্পনা। রাষ্ট্রপতি হবেন ইলন? উত্তর দিলেন খোদ জয়ী ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন মুলুকে রাষ্ট্রপতির পদ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে তা যে ভুয়ো প্রচার, সেই কথা নিজেও স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট তিনিই হচ্ছেন। তাঁর পদ কেউই কেড়ে নিচ্ছে না।
তবে মাস্কের যোগ্যতা নিয়ে কোনও মতেই প্রশ্ন তুলতে নারাজ ট্রাম্প। তিনি বলেন, ‘যেহেতু মাস্ক মার্কিন নাগরিক নয়, সেহেতু সে কখনওই আমেরিকার রাষ্ট্রপতির পদে বসতে পারবেন না। সেই কারণে আপাতত আমার আসনটা সুরক্ষিত রয়েছে।’ তবে জনপ্রিয়তার দিক থেকে ইলন মাস্ক যে ট্রাম্পকেও ছাপিয়ে গিয়েছে, এমনটাই মত মার্কিন রাজনীতি বিশেষজ্ঞদের। সাধারণের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা তৈরি করেছেন টেসলা কর্তা।
উল্লেখ্য, মার্কিন মুলুকের অলিতেগলিতে একটি কথার প্রচলন খুবই রয়েছে, সিলিকন ভ্যালির সমর্থন নাকি যার দিকে যাবে, সেই বসবে মার্কিন মসনদে। সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে এই স্বতঃসিদ্ধ বাক্য ফের জায়গা তৈরি করে নিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সিলিকন ভ্যালির অঘোষিত রাজা ইলন। আর তার সমর্থনেই আমেরিকায় ফের জয়জয়কার ট্রাম্পের।
অবশ্য নির্বাচন জিতে তাঁর জয়ের নেপথ্যে থাকা কারিগরকে ভোলেননি ট্রাম্প। দ্বিতীয় ইনিংসে ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে নিজেদের বন্ধুত্বে সিলমোহর দিয়েছেন রিপাবলিকান নেতা। তাঁর সরকারের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামে দফতরের দায়িত্বে থাকবেন তিনি। সামলাবেন বিশেষ উপদেষ্টার পদ।