AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China-India: মোদীর তিয়ানজিন সফরের আগেই ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী, দোভালের সঙ্গে হবে বৈঠক

China-India: চলতি মাসের শেষের দিকেই চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার প্রধানমন্ত্রী মোদী চিন সফরে যাচ্ছেন।

China-India: মোদীর তিয়ানজিন সফরের আগেই ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী, দোভালের সঙ্গে হবে বৈঠক
অজিত দোভালের সঙ্গে ওয়াং ইImage Credit: PTI
| Updated on: Aug 13, 2025 | 10:44 PM
Share

নয়া দিল্লি: ভারতে আসছে চিনের অর্থমন্ত্রী। আগামী সোমবার ভারতে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন চিনের মন্ত্রী ওয়াং ই। সীমান্ত ইস্যু নিয়ে তিনি দোভালের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত ও চিন একে অপরের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দিয়েছে। তিয়ানজিন সম্মেলনে যোগ দিতে অগস্টেই চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই চিনের মন্ত্রীর এই ভারত সফর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক ধার্য করার পর থেকেই নয়া দিল্লি ও বেজিং-এর মধ্যে বরফ কিছুটা গলতে শুরু করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। চিন থেকে ভারতে যে সার আমদানি করা হয়, তার ক্ষেত্রেও নীতিতে কিছুটা বদল এনেছে চিন, যাতে ভারতের সুবিধা হয়। বিশেষত ইউরিয়া আমদানির ক্ষেত্রে সুবিধা হয়েছে অনেকটাই। সব মিলিয়ে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হচ্ছে। তাই এই সময়ে চিনা অর্থমন্ত্রীর এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুধুমাত্র আমদানি-রফতানির ক্ষেত্রেই নয়, চিনা নাগরিকদের ভিসা দেওয়াও শুরু করেছে ভারত। প্রায় এক বছর পর এই ভিসা দেওয়া শুরু হয়েছে। তবে এসবের মধ্যেই দুই দেশের মূল লক্ষ্য হল সীমান্তে শান্তি বজায় রাখা। সেই সব বিষয়েই কথা হতে পারে দোভাল ও ওয়াং ই-র।

চলতি মাসের শেষের দিকেই চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার প্রধানমন্ত্রী মোদী চিন সফরে যাচ্ছেন। আগামী ৩১ অগস্ট-১ সেপ্টেম্বর চিন সফরে যাবেন তিনি। ২০১৯ সালে শেষবার চিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সম্প্রতি গত বছর, ২০২৪ সালের অক্টোবর মাসে ব্রিকস সামিটে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর।