AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনায় কুপোকাত চিন, ৪ শহরে জারি লকডাউন

হেলংজিয়াং অঞ্চলেও নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মেলায় বুধবার কোভিড-১৯ এমার্জেন্সি (COVID-19 Emergency) জারি করা হয়েছে। লকডাউন জারি করা হয়েছে সুইহুয়া শহরে।

করোনায় কুপোকাত চিন, ৪ শহরে জারি লকডাউন
| Updated on: Jan 13, 2021 | 10:21 AM
Share

বেজিং: বছর ঘুরতে না ঘুরতেই পুরনো চিত্র ফিরে এল চিনে(China)। গত বছরের ৩০ জুলাইয়ের পর গতকাল সর্বাধিক সংক্রমণ দেখা দেওয়ায় লকডাউন (Lockdown) করে দেওয়া হল চারটি শহরে।

চিনের স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে, ১১৫টি নতুন সংক্রমণের খোঁজ মিলেছে। এর আগে দৈনিক সর্বাধিক সংক্রমণের সংখ্যা ছিল ৫৫। নতুন যাঁরা সংক্রামিত হয়েছেন, তাঁদের মধ্যে ৯০ জনই বেজিংয়ের হেবেই (Hebei) অঞ্চলের বাসিন্দা। হেলংজিয়াং (Heilongjiang) অঞ্চলে মতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

ফের একবার করোনা সংক্রমণ দেখা দেওয়ায় হেবেইয়ের শিজ়াঝাউং, শিনতাই ও ল্যাংফ্যাং নামক তিনটি শহরে লকডাউন জারি করা হয়েছে। এছাড়াও বেজিং সিটি কর্তৃপক্ষ ফের একবার থার্মাল স্ক্রিনিং (Thermal Screening) সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে।

আরও পড়ুন: কিউবাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা ট্রাম্পের, নেপথ্যে ভেনেজুয়েলা সঙ্কট!

হেলংজিয়াং অঞ্চলেও নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মেলায় বুধবার কোভিড-১৯ এমার্জেন্সি (COVID-19 Emergency) জারি করা হয়েছে। লকডাউন জারি করা হয়েছে সুইহুয়া শহরে। স্থানীয় সূত্রে খবর, হেলংজিয়াং অঞ্চলের ওয়াংকুই শহরের বাসিন্দাদের মধ্যেই দেখা দিয়েছে করোনা সংক্রমণ।

অন্যদিকে উপসর্গহীন রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে চিনে। স্থানীয় কর্তৃপক্ষের তরফে নিশ্চিত না করা হলেও জানা গিয়েছে, একদিনেই উপসর্গহীন রোগীর সংখ্যা ৩৮ থেকে বেড়ে ৮১-তে পৌঁছেছে। সরকারি সূত্র অনুযায়ী, চিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭,৭০৬-তে, মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৬৩৪-এ।

আরও পড়ুন: ফিদেলের দেশকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিলেন ট্রাম্প