ঢাকা: বাংলাদেশে লাগাতার অশান্তি। ইস্তফা দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে টালমাটাল পরিস্থিতি সেখানে। এরই মধ্যে নেওয়া হল বড় সিদ্ধান্ত। কোনও রকম উত্তেজনা এড়াতে বন্ধ করা হল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে সেখানে। রাত্রি ১১টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরে বাতিল করা হয়েছে সমস্ত বিমান। যার জেরে সমস্যায় যাত্রীরাও। কারণ, চেন্নাই থেকে একটি বিমান রওনা দিয়েছিল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তবে পৌঁছতে পারল না। মাঝপথ থেকেই হল ফিরতে।
জানা যাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কার্যত ভয়াবহ। জনজাগরণ চলছে বলা চলে। আন্দোলনের জেরে বিভিন্ন জায়গায় পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। উত্তেজনা মোকাবিলায় বন্ধ করা হয়েছে ঢাকা বিমানবন্দর। এই মুহূর্তে কোনও বিমান উঠছেও না নামছেও না। এর জেরে অসামরিক বিমান পরিবহণও সমস্যার মধ্যে পড়েছে। জানা যাচ্ছে, কিছুক্ষণ আগে চেন্নাই থেকে একটি বিমান চেন্নাই থেকে উড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে তা অবতরণ করানো হয় কলকাতায়। জ্বালানি ভরে সেটি পুনরায় ফেরত যাবে চেন্নাইয়ে। আর এই ভোগান্তি অনেকক্ষণ চলতে পারে বলেই ঢাকা বিমান বন্দর সূত্রে জানা যাচ্ছে।
এ দিকে, ভারতে যাতে অশান্তির প্রভাব না পড়ে তার জন্য প্রস্তুত এ রাজ্যের প্রশাসনও। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তগুলি। উত্তরে চ্যাংড়াবান্ধা, হিলি থেকে দক্ষিণের সন্দেশখালি, সর্বত্র এক ছবি। সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে বিএসএফ।