ওয়াশিংটন: আমেরিকার মসনদে ফের বসছেন তিনি। সোমবার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে ওয়াশিংটন ডিসি। দেশ-বিদেশের অতিথিরা হাজির। তবে এবার ‘আউটডোর’-এ শপথ অনুষ্ঠান হবে না। হবে ‘ইন্ডোর’-এ। হঠাৎ কেন ‘ইন্ডোর’-এ শপথ অনুষ্ঠান? সারা দিন কী কী কর্মসূচি রয়েছে ট্রাম্পের?
আউটডোরে নয়, ট্রাম্পের শপথ হবে ইন্ডোরে-
তীব্র ঠান্ডা। মার্কিন হাওয়া অফিস বলছে, সোমবার শৈত্যপ্রবাহের শিকার হতে চলেছে রাজধানী ওয়াশিংটন ডিসি। তাপমাত্রা থাকতে পারে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে ক্যাপিটল বিল্ডিংয়ের উদ্যানে শপথ অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না। ক্যাপিটল ভবনের রোটান্ডায় সোমবার ট্রাম্প ও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নেবেন। ট্রাম্পের সম্মানে আয়োজিত কুচকাওয়াজও হবে রোটান্ডায়।
কখন শপথ নেবেন ট্রাম্প?
আমেরিকার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ মানুষের জন্য ন্যাশনাল মলের গেট খুলে দেওয়া হবে। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথের আগে থাকছে সঙ্গীতানুষ্ঠান। স্থানীয় সময় দুপুর ১২টায় শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ১২টা ৫ মিনিটে (ভারতীয় সময় অনুসারে রাত ১০টা ৩৫ মিনিট) ট্রাম্পের শপথ। ১২টা ১০ মিনিটে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ভাষণ দেবেন ট্রাম্প। তারপরও রয়েছে একাধিক কর্মসূচি। বিভিন্ন প্ল্যাটফর্মে শপথ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে।
শপথ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। থাকছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে থাকতে পারছেন না। ভারতের প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে থাকছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, জেফ বেজোসের মতো শিল্পপতিরা থাকছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। ভারত থেকে মুকেশ অম্বানী ও তাঁর স্ত্রী নীতা অম্বানী ইতিমধ্যে ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন।