Elon Musk: চাকরি খোয়াবেন টুইটারের ৭৫ শতাংশ কর্মীই! অধিগ্রহণের মুখেই ‘বিস্ফোরক’ ইলন মাস্ক

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 21, 2022 | 9:39 AM

Twitter Deal: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রো ব্লগিং সংস্থায় বর্তমানে ৭৫০০ কর্মী রয়েছে। তাদের মধ্যে ৭৫ শতাংশ কর্মীকেই ছাঁটাই করতে চান ইলন মাস্ক।

Elon Musk: চাকরি খোয়াবেন টুইটারের ৭৫ শতাংশ কর্মীই! অধিগ্রহণের মুখেই বিস্ফোরক ইলন মাস্ক
ফাইল চিত্র

Follow Us

সান ফ্রান্সিসকো: টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। আর তারপর থেকেই শুরু হয়েছে মাইক্রোব্লগিং সংস্থাকে নিয়ে নানা জলঘোলা, টানাপোড়েন। কয়েক মাস আগেই ইলন মাস্ক হঠাৎ জানিয়েছিলেন তিনি আর টুইটার সংস্থাকে কিনতে আগ্রহী নন। মাঝপথে চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই টেসলা কর্তাকে আদালতে টেনে নিয়ে যায় টুইটার সংস্থা। সেই মামলা এখনও চলছে, এরইমাঝে ফের একবার টুইটারের মালিকানা নিয়ে আগ্রহ দেখিয়েছেন ইলন মাস্ক। কিন্তু তাঁর এই আগ্রহেই অশনী সঙ্কেত দেখছেন টুইটারের কর্মীরা। কারণ, টুইটার সংস্থাকে লাভজনক বানাতেই ইলন মাস্ক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। সূত্রের খবর, টুইটার সংস্থার ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে চান ইলন মাস্ক। সংস্থার সম্ভাব্য় বিনিয়োগকারীদের এমনটাই জানিয়েছেন ইলন মাস্ক।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রো ব্লগিং সংস্থায় বর্তমানে ৭৫০০ কর্মী রয়েছে। তাদের মধ্যে ৭৫ শতাংশ কর্মীকেই ছাঁটাই করতে চান ইলন মাস্ক। আগামী কয়েক মাসের মধ্যেই এই কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে। সেই সময় সংস্থার মালিকানা ইলন মাস্কের হাতেই থাকুক বা অন্য কারোর, এই ছাঁটাই করা হবেই, এমনটাই সংস্থার অন্দরের খবর।

জানা গিয়েছে, টুইটার সংস্থার ম্যানেজমেন্ট বিভাগের পরিকল্পনা, আগামী বছরের শেষ ভাগের মধ্য়ে ৮০০ মিলিয়ন ডলার সাশ্রয় করা। সেই লক্ষ্য়েই কর্মী ছাঁটাইয়ের চিন্তাভাবনা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক অর্থ সঞ্চয়ের জন্য সংস্থার অর্ধেকেরও বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করতে হবে বলেই জানা গিয়েছে। টুইটার সংস্থার মানব সম্পদ বিভাগের তরফে জানানো হয়েছে, বর্তমানে কর্মী ছাঁটাইয়ের কোনও পরিকল্পনা নেই। যদিও সংস্থার অন্দরের নথি-তথ্য অন্য কথাই বলছে।

উল্লেখ্য, সম্প্রতিই ইলন মাস্ক টুইটার সংস্থা কেনার পরিকল্পনা থেকে পিছু হটে আসেন। টুইটার সংস্থার কাছে তিনি যে বট ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়েছিলেন, তা জানানো হয়নি, এই অভিযোগই করেছিলেন তিনি। এরপরই ইলন মাস্কের বিরুদ্ধে আদালতে যায় টুইটার সংস্থা। তবে চলতি মাসের শুরুতেই ইলন মাস্ক ফের মতবদল করে জানান, তিনি পুরনো শর্তেই টুইটার অধিগ্রহণ করবেন।

Next Article