AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan: ইমরানের জামিন খারিজ, জেলেই থাকতে হবে পিটিআই প্রধানকে

PTI Chief: সাইফার দুর্নীতি মামলায় ইমরান খানের বিচার-বিভাগীয় হেফাজতের মেয়াদ গতকাল (১৩ সেপ্টেম্বর) শেষ হয়। সেদিনই ইসলামাবাদের বিশেষ আদালতে ইমরানের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। ইমরানের সঙ্গে একই মামলায় ধৃত শাহ মহম্মদ কুরেশিরও তরফেও জামিনের আবেদন জানানো হয়।

Imran Khan: ইমরানের জামিন খারিজ, জেলেই থাকতে হবে পিটিআই প্রধানকে
ইমরান খান। ফাইল ছবি।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 8:10 PM
Share

ইসলামাবাদ: ফের জামিন খারিজ হয়ে গেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা PTI প্রধান ইমরান খানের। সাইফার মামলাতেই বৃহস্পতিবার ইমরানের (Imran Khan) জামিনের আবেদন খারিজ করে দেয় ইসলামাবাদের বিশেষ আদালত। ইমরানের সঙ্গে তাঁর সঙ্গী শাহ মহম্মদ কুরেশিরও জামিনের আবেদন (Bail plea) খারিজ করে দেন বিশেষ আদালতের বিচারক আব্দুল হাসনাত জুলকারনাইন।

আদালত সূত্রে জানা গিয়েছে, সাইফার দুর্নীতি মামলায় ইমরান খানের বিচার-বিভাগীয় হেফাজতের মেয়াদ গতকাল (১৩ সেপ্টেম্বর) শেষ হয়। সেদিনই ইসলামাবাদের বিশেষ আদালতে ইমরানের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। ইমরানের সঙ্গে একই মামলায় ধৃত শাহ মহম্মদ কুরেশিরও তরফেও জামিনের আবেদন জানানো হয়। বুধবার তাঁদের আবেদন শোনার পর রায়দান স্থগিত রেখেছিল বিশেষ আদালত। তারপর এদিন আদালত ইমরান ও কুরেশির জামিনের আবেদন খারিজ করে দেয় এবং আরও ১২ দিন জেল হেফাজতের মেয়াদ বাড়ায়। অর্থাৎ আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমরান ও তাঁর সঙ্গী শাহ মহম্মদ কুরেশিকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে পদচ্যুত করার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন ইমরান খান। সে ব্যাপারে একটি নথি তিনি গত বছরের এপ্রিলে প্রকাশ্য জনসভায় দেখিয়ে বলেন, “এটা বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ।” সেটা নিয়েই মামলা রুজু হয় ইমরানের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে তিনি গোপনীয় নথি প্রকাশ্যে নিয়ে এসেছেন বলে অভিযোগ ওঠে। সেই মামলাতেই ইমরান খানের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছিল ইসলামাবাদের বিশেষ আদালত।