AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flesh-Eating Parasite: আপনার শরীরে ভিতর থেকে খেতে থাকবে দেহের মাংসই! ফিরে এল এই ভয়ঙ্কর প্যারাসাইট!

Flesh-Eating Parasite in USA: গরম রক্তের প্রাণীদের শরীরে স্ক্রুওয়ার্ম ইনফেকশন হয় যখন  খোলা কোনও ক্ষতের উপরে এই মাছি ডিম পাড়ে। এর লার্ভা পশুদেহের মাংস খেয়েই বড় হয়। ধীরে ধীরে মাংস কুড়ে খেয়ে ত্বকের গভীরে চলে যায়।

Flesh-Eating Parasite: আপনার শরীরে ভিতর থেকে খেতে থাকবে দেহের মাংসই! ফিরে এল এই ভয়ঙ্কর প্যারাসাইট!
মাংসখেকো প্যারাসাইট।Image Credit: X
| Updated on: Aug 28, 2025 | 2:02 PM
Share

নিউ ইয়র্ক: শরীরে কখন ঢুকে পড়ে, তা বুঝতে পারবেন না। তারপর শরীর থেকে কুড়ে কুড়ে খাবে মাংস। জেনেও করার কিছু থাকবে না। এমনকী, মৃত্যু পর্যন্ত হতে পারে এই মাংসখেকোর খপ্পরে। মাঝে উধাও হয়ে গেলেও, আবার উদয় হয়েছে মাংসখেকো প্য়ারাসাইট। গত কয়েক দশকে এই প্রথম আমেরিকায় বিরল এই প্যারাসাইট সংক্রমণের খোঁজ মিলল।

আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা এক মহিলার শরীরে মাংসখেকো প্যারাসাইট সংক্রমণের খোঁজ মিলেছে। তিনি সম্প্রতি মধ্য আমেরিকায় গিয়েছিলেন। মনে করা হচ্ছে, সেখানেই নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম ফ্লাই (Cochliomyia hominivorax)-র সংস্পর্শে এসেছিলেন।

আমেরিকার স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, মাংসখেকো এই পরজীবী মহিলার শরীরে বাসা বেঁধেছিল। তবে চিকিৎসায় তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। মার্কিন ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের তরফে জানানো হয়েছে, মানবদেহে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে অসম্ভব নয়। তবে এই প্য়ারাসাইটের হদিস মিলতেই আশঙ্কা তৈরি হয়েছে।  আমেরিকার উত্তর দিকে নাকি এগোচ্ছে এই প্যারাসাইট। আমেরিকার ফসল ও প্রাণীসম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই প্যারাসাইটের গ্রাসে।

মূলত প্রাণীদেহেই এই সংক্রমণ হয়। গরম রক্তের প্রাণীদের শরীরে স্ক্রুওয়ার্ম ইনফেকশন হয় যখন  খোলা কোনও ক্ষতের উপরে এই মাছি ডিম পাড়ে। এর লার্ভা পশুদেহের মাংস খেয়েই বড় হয়। ধীরে ধীরে মাংস কুড়ে খেয়ে ত্বকের গভীরে চলে যায়। যদি সঠিকভাবে চিকিৎসা না হয়, তবে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এক সপ্তাহের মধ্যে একটা পূর্ণবয়স্ক গরুর মৃত্যু হতে পারে। মূলত, গরু, শূকর, ঘোড়াদের মধ্যে এই সংক্রমণ হয়। তবে কুকুর ও মানবদেহেও এই সংক্রমণ হতে পারে।

আমেরিকায় ১৯৮২ সালে শেষবার এই সংক্রমণের রেকর্ড পাওয়া গিয়েছিল। সম্প্রতিই, ২০২৩ সাল থেকে মধ্য আমেরিকায়, বিশেষত কোস্টা রিকা ও নিকারাগুয়াতে এই প্যারাসাইট সংক্রমণ পাওয়া যাচ্ছে।