Imran Khan: ‘আমার স্ত্রীর কিছু হলে…’, জেলে বসে কাকে হুঁশিয়ারি ইমরান খানের?

Apr 18, 2024 | 11:33 PM

Imran Khan: ইমরানের দাবি, যে বিচারক শাস্তির সাজা শোনান, তাঁকে চাপ দিয়ে বাধ্য করা হয়েছিল এই সাজা ঘোষণা করতে। ইমরান মুনিরকে হুঁশিয়ারি দেন, "আমার স্ত্রীর সঙ্গে কিছু হলে আমি ছেড়ে দেব না। আমি বেঁচে থাকলে ওকে ছাড়ব না। আমি ওঁর অসাংবিধানিক ও বেআইনি পদক্ষেপ ফাঁস করে দেব।"

Imran Khan: আমার স্ত্রীর কিছু হলে..., জেলে বসে কাকে হুঁশিয়ারি ইমরান খানের?
ইমরান খান ও বুশরা বিবি।

Follow Us

ইসলামাবাদ: জেলে বসেই সেনাপ্রধানকে হুমকি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান পাক আর্মি চিফ জেনারেল আসিম মুনিরকে হুঁশিয়ারি দেন, বুশরা বিবির কিছু হলে তার দায় মুনিরকেই নিতে হবে।

তোষাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি জেলে রয়েছেন। বুশরার বিরুদ্ধে যেমন দুর্নীতির মামলা রয়েছে, একইসঙ্গে ৪৯ বছর বয়সি বুশরা ও ৭১-এর ইমরানের বিয়ে নিয়েও হয়েছে মামলা। এই মুহূর্তে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান। বুশরা ইসলামাবাদের অদূরে সেখান থেকেই তিনি মুনিরকে হুঁশিয়ারি দেন। বলেন, ‘আসিম মুনির আমার স্ত্রীর শাস্তি পাওয়ার পিছনে সরাসরি যুক্ত।’

ইমরানের দাবি, যে বিচারক শাস্তির সাজা শোনান, তাঁকে চাপ দিয়ে বাধ্য করা হয়েছিল এই সাজা ঘোষণা করতে। ইমরান মুনিরকে হুঁশিয়ারি দেন, “আমার স্ত্রীর সঙ্গে কিছু হলে আমি ছেড়ে দেব না। আমি বেঁচে থাকলে ওকে ছাড়ব না। আমি ওঁর অসাংবিধানিক ও বেআইনি পদক্ষেপ ফাঁস করে দেব।”

২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান সরকারি প্রধান হিসাবে যে সমস্ত উপহার পান তা তিনি বেআইনিভাবে বিক্রি করে দেন। শুধু তাঁর পাওয়া উপহারই নয়, প্রধানমন্ত্রীর পরিবারও যে উপহার পেয়েছিল, তা বেআইনিভাবে বিক্রির অভিযোগ ওঠে। অথচ নিয়ম অনুযায়ী ১০ হাজার টাকার বেশি মূল্যের কোনও উপহার পেলে তা সরকারি কোষাগারে রাখতে হয়। এই অভিযোগ তুলে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো মামলা করেছিল।

Next Article