Joe Biden: ওবামাও বলছেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে, সত্যিই প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়াবেন বাইডেন?

US President 2024: যেখানে দলের সদস্যরাই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন মার্কিন প্রেসিডেন্টকে, সেখানে এবার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও জো বাইডেনকে পরামর্শ দিলেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে। প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসিও বাইডেনকে একই পরামর্শ দিয়েছেন।

Joe Biden: ওবামাও বলছেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে, সত্যিই প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়াবেন বাইডেন?
নির্বাচনী প্রচারে জো বাইডেন ও বারাক ওবামা।Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Jul 19, 2024 | 12:24 PM

ওয়াশিংটন: বাড়ছে বিরোধিতা। প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্রাটরাও চাইছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াক বাইডেন। সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বর্তমানে প্রেসিডেন্ট পদে রয়েছেন জো বাইডেন। চলতি বছরেই রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে ফের ডেমোক্রাটদের প্রার্থী হিসাবে লড়তে চান বাইডেন। প্রচারও চালাচ্ছেন তিনি। কিন্তু স্বাস্থ্য সঙ্গ দিচ্ছে না। কখনও তিনি লাইভ শোয়ে ঘুমিয়ে পড়ছেন, কখনও আবার প্রেসিডেন্টদের নাম গুলিয়ে ফেলছেন। বৃহস্পতিবারই জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন ৮১ বছরের প্রেসিডেন্ট। আপাততত আইসোলেশনে রয়েছেন তিনি।

একদিকে যেখানে দলের সদস্যরাই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন মার্কিন প্রেসিডেন্টকে, সেখানে এবার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও জো বাইডেনকে পরামর্শ দিলেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে। প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসিও বাইডেনকে একই পরামর্শ দিয়েছেন। তাঁর যুক্তি, বাইডেন লড়লে, ট্রাম্পকে হারাতে পারবেন না। এইভাবেই ক্রমাগত চাপ বেড়ে চলেছে বাইডেনের উপরে।

সূত্রের খবর, এত চাপের মুখে পড়ে বাইডেন নিজেও ভাবনাচিন্তা করছেন নির্বাচনে লড়াই থেকে সরে আসা নিয়ে। এই ক’দিন তিনি যে আইসোলেশনে থাকবেন, সেই সময়ে নির্বাচনে লড়বেন কি না, তা ভেবে দেখবেন।

জানা গিয়েছে, ডেমোক্রাটদের হাউস ও সেনেটদের সদস্যরা অনেকেই সরাসরি বাইডেনকে বলেছেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে। হাকিম জেফারি ও চাক স্কামার সরাসরি বাইডেনকে বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়লে, শুধুমাত্র হোয়াইট হাউসের দখলই খোয়াতে হবে, তা নয়, পরবর্তী সময়ে নির্বাচনে লড়ে ফের হোয়াইট হাউস দখলের সুযোগও হাতছাড়া হবে।