AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Israel: তেল আবিবে তৈরি হল ইতিহাস! চুক্তি স্বাক্ষর ভারত-ইজরায়েলের

Free Trade Agreement: ২০১০ সালের মে মাস থেকে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এখনও পর্যন্ত এই বিষয়ে দুই দেশের মধ্যে আট দফা আলোচনা হয়েছে। মাঝে কিছুদিনের বিরতি ছিল, পরে ২০২১ সালের অক্টোবরে উভয় পক্ষই ফের আলোচনার টেবিলে বসে।

India-Israel: তেল আবিবে তৈরি হল ইতিহাস! চুক্তি স্বাক্ষর ভারত-ইজরায়েলের
Image Credit: TV9 Network
| Updated on: Nov 20, 2025 | 10:12 PM
Share

নয়া দিল্লি: ভারত ও ইজরায়েলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ক এবার নতুন মাত্রা পেল। তেল আবিবে স্বাক্ষরিত হল এক ঐতিহাসিক চুক্তি। দীর্ঘ প্রতীক্ষা পর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) শর্তাবলী অবশেষে চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ইজরায়েলের বাণিজ্যমন্ত্রী নীর বরকতের মধ্যে একটি চুক্তির স্বাক্ষরিত হয়েছে।

পীযূষ গোয়েল ৬০ সদস্যের এক ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলকে নিয়ে তিন দিনের সফরে ইজরায়েলে গিয়েছেন। মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) অগ্রগতি নিয়ে পর্যালোচনা করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। অবশেষে ইতিবাচক খবর এসেছে ইজরায়েল থেকে। চুক্তির শর্তাবলী চূড়ান্ত করেছে দুই দেশের মন্ত্রী। দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগের ক্ষেত্রে নতুন উপায় নিয়েও আলোচনা হয়েছে। এই চুক্তি দুই দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১০ সালের মে মাস থেকে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এখনও পর্যন্ত এই বিষয়ে দুই দেশের মধ্যে আট দফা আলোচনা হয়েছে। মাঝে কিছুদিনের বিরতি ছিল, পরে ২০২১ সালের অক্টোবরে উভয় পক্ষই ফের আলোচনার টেবিলে বসে।

এই চুক্তিটি এমন একটি সময়ে হল, যখন বাণিজ্য কিছুটা কমেছে দুই দেশের মধ্যে। ২০২৪-২৫ অর্থবছরে, ইজরায়েলে ভারতের রফতানি গত বছরের ৪.৫২ বিলিয়ন ডলার থেকে কমে ২.১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আমদানিও কমেছে। এমন পরিস্থিতিতে এই চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্য পুনরুজ্জীবিত করবে।

মূলত হিরে, পেট্রোলিয়াম পণ্য এবং রাসায়নিকের ব্যবসা হয় ভারত ও ইজরায়েলের মধ্যে। তবে, সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকায় জুড়েছে ইলেকট্রনিক যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির পণ্য, চিকিৎসা সরঞ্জামের মতো আধুনিক জিনিস।

ভারত মূলত ইজরায়েলে যা রফতানি করে সেগুলি হল, মুক্তো, মূল্যবান পাথর, অটোমোটিভ ডিজেল, যন্ত্রপাতি, পোশাক এবং কৃষিজাত পণ্য। এই চুক্তির ফলে ইজরায়েলের বাজারে এই ভারতীয় পণ্যগুলির বিক্রি আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে। ফলে সরাসরি ভারতীয় কৃষকরাও এতে উপকৃত হবে।