AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

USA: হুমকি দিয়ে উধাও সশস্ত্র ব্যক্তি, হাওয়াইয়ের মার্কিন সেনা ঘাঁটিতে জারি লকডাউন

Hawaii US Army base: ওই সশস্ত্র ব্যক্তি এখনও সেনা গাঁটির ভিতরেই রয়েছে এবং যে কোনও মুহূর্তে হামলার আশঙ্কাও রয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে, সেনা ঘাঁটির মধ্যে গুলি চলেছে বলেও দাবি করা হয়েছে। তবে, হাওয়াইয়ের সেনা ঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিবেদনটি সত্যি নয়। এখনও পর্যন্ত সেনা ঘাঁটির ভিতরে কোনও গুলি চলেনি।

USA: হুমকি দিয়ে উধাও সশস্ত্র ব্যক্তি, হাওয়াইয়ের মার্কিন সেনা ঘাঁটিতে জারি লকডাউন
হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 9:38 AM
Share

ওয়াশিংটন: হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে লকডাউন! সূত্রের খবর, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ওই ঘাঁটির সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল একজন সশস্ত্র ব্যক্তি। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার ভোর পর্যন্ত মার্কিন সেনা দাবি করেছে, এটা এখনও ‘অ্যাক্টিভ গানম্যান সিচুয়েশন’। অর্থাৎ, ওই সশস্ত্র ব্যক্তি এখনও সেনা গাঁটির ভিতরেই রয়েছে এবং যে কোনও মুহূর্তে হামলার আশঙ্কাও রয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে, সেনা ঘাঁটির মধ্যে গুলি চলেছে বলেও দাবি করা হয়েছে। তবে, হাওয়াইয়ের সেনা ঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিবেদনটি সত্যি নয়। এখনও পর্যন্ত সেনা ঘাঁটির ভিতরে কোনও গুলি চলেনি।

ঠিক কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মার্কিন সেনা ঘাঁটির ওই মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার এক অসামরিক পোশাক পরা ব্যক্তিকে সেনা সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। তার হাতে একটি হ্যান্ডগান ছিল। সম্ভবত, সে কোনও পণ্য বিক্রি করতে এসেছিল। এরইমধ্যে সেনা সদস্যদের সঙ্গে তার বাদানুবাদ শুরু হয়। সেখান থেকে ঘটনা গড়ায় হাতাহাতিতে। তারপরই হ্যান্ডগান হাতে ওই ব্যক্তি সেনা ঘাঁটির ভিতরে লুকিয়ে পড়ে। হনলুলু পুলিশ ডিপার্টমেন্ট সোয়াট টিম এবং সামরিক পুলিশ বাহিনী তার খোঁজে তন্ন তন্ন করে অনুসন্ধান চালাচ্ছে সেনা ঘাঁটিতে। সূত্রের খবর, সন্দেহভাজন ব্যক্তির বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি মতো, শ্বেতাঙ্গ। তার পরনে ছিল হাওয়াই শার্ট এবং নীল জিন্স।

বৃহস্পতিবারের ওই ঘটনার পরই স্কোফিল্ড সেনা ঘাঁটির সকল বাসিন্দাদের নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এলাকাটি হনলুলু থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরে অবস্থিত। পরবর্তী সময়ে, ওই ঘাঁটির কাছেই অবস্থিত হুইলার আর্মি এয়ারফিল্ডেও লকডাউন জারি করা হয়েছিল। পরে অবশ্য স্কোফিল্ড ব্যারাকে সতর্কতা তুলে নেওয়া হয়। তবে, এখনও ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। তাকে না পাওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছে না মার্কিন সেনা কর্তৃপক্ষ।