কাঠমাণ্ডু: প্রতি বছরই বহু পর্বতারোহীর সমাগম হচ্ছে হিমালয়ের বিভিন্ন রেঞ্জে। বিভিন্ন শৃঙ্গে যাত্রা করছেন তাঁরা। কিন্তু যত যাত্রা বাড়ছে, ততই নষ্ট হচ্ছে পরিবেশ। এমনটাই বলছে নেপাল। তাই এবার থেকে পর্বতারোহীদের জন্য এক বিশেষ নিয়ম চালু করছে সে দেশের সরকার। নিজেদের মল মূত্র এবার থেকে নিজেদেরই বয়ে নিয়ে যেতে হবে বেস ক্যাম্পে। তারপর যথাযথ জায়গায় ফেলতে হবে। সর্বোচ্চ শৃঙ্খ মাউন্ট এভারেস্টের জন্যই প্রথম এই নিয়ম চালু করা হচ্ছে। এভারেস্টের বেশির ভাগ অংশ নেপালের যে পুরসভার অধীনে পড়ে, সেই অংশের জন্যই নিয়ম চালু করার কথা জানানো হয়েছে।
পাসাং লুমা নামে ওই পুরসভার চেয়ারম্যান মিংমা শেরপার দাবি, গোটা পাহাড় জুড়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। পাহাড়ের ওপর তাপমাত্রা অত্যন্ত কম থাকায় বর্জ্য পদার্থ নষ্টও হয়ে যায় না। এই নিয়ে অভিযোগ আসতে শুরু করেছে তাঁদের কাছে।
তিনি আরও জানিয়েছেন, পাহাড়ের ওপর এমনভাবে বর্জ্য পদার্থ পড়ে থাকতে দেখা যাচ্ছে যা দেখে অনেক পর্বতারোহী অসুস্থও হয়ে পড়ছে। এর ফলে নেপালের পর্যটন ধাক্কা খাচ্ছে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান।
কোনও নির্দিষ্ট তথ্য না থাকলেও একটি রিপোর্টে বলা হয়েছে, মল মূত্র মিলিয়ে প্রায় তিন টন বর্জ্য জমা হয়েছে হিমালয়ে। তাই এবার আমেরিকা থেকে ৮০০০ পু-ব্যাগ আনানো হচ্ছে। মার্চ থেকে পর্বতারোহীরা এভারেস্ট যাত্রা শুরু করবে। তার আগেই এই অর্ডার দেওয়া হয়েছে। ওই সব ব্যাগে এমন কিছু রাসায়নিক দেওয়া থাকে, যাতে বর্জ্য বহন করলেও তা থেকে দুর্গন্ধ বেরবে না।