AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ‘এভাবে কাজ করতে পারব না’, ইউনূসের পদত্যাগ কি শুধুই সময়ের অপেক্ষা? উত্তর খুঁজছে বাংলাদেশ

Bangladesh: নাহিদ আবার সংবাদমাধ্যমকে স্পষ্টতই বলছেন, পদত্যাগের জল্পনা শুনেই তিনি এসেছিলেন। তিনি বলেন, "দেশের যে অবস্থা তার মধ্যেই পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে ইউনুস সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।"

Bangladesh: ‘এভাবে কাজ করতে পারব না’, ইউনূসের পদত্যাগ কি শুধুই সময়ের অপেক্ষা? উত্তর খুঁজছে বাংলাদেশ
চলছে জল্পনা
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2025 | 1:54 PM

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস কি পদত্যাগ করতে চলেছেন? এই জল্পনাতেই এখন তোলপাড় বাংলাদেশের নাগরিক মহল। ঝড় উঠেছে রাজনীতির আঙিনাতেও। সূত্রের খবর, এরইমধ্য়ে ইউনুসের সঙ্গে দেখা করতে গেলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে দেখা করেছেন নাহিদ। তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। তবে কি ইউনুসের পদত্যাগ এখন সময়ের অপেক্ষা? এটাই এখান বাংলাদেশের কাছে কোটি টাকার প্রশ্ন। 

নাহিদ আবার সংবাদমাধ্যমকে স্পষ্টতই বলছেন, পদত্যাগের জল্পনা শুনেই তিনি এসেছিলেন। তিনি বলেন, “দেশের যে অবস্থা তার মধ্যেই পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।” এরপরই এক্কেবারে বোমা ফাটিয়ে দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। নাহিদ বলছেন ইউনুৃূস তাঁকে সাফ বলেছেন, “আমি তো এভাবে কাজ করতে পারব না।” সকল রাজনৈতিক দল যদি এক জায়গায় না আসে তাহলে এভাবে কাজ করা সম্ভব নয় বলে নাহিদকে জানিয়ে দিয়েছেন ইউনূস। 

তবে শুধু যে শুনেছেন এমনটা নয়। নাহিদ বলছেন তিনিও তাঁর মত জানিয়ে এসেছেন। এখনই যাতে ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত না নেন সে ব্যাপারে কথা বলেছেন তিনি। প্রসঙ্গত, এরইমধ্যেই ইউনূস সরকারকে এক্কেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন সে দেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। সেনার স্পষ্ট কথা, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। এখন দেখার জল শেষ পর্যন্ত কোনদিকে গড়ায়।