হাওড়া থেকে এক্সাইড পৌঁছনোর আগেই ঘুরে আসতে পারবেন আমেরিকা থেকে! মাত্র আধ ঘণ্টায় কীভাবে সম্ভব? জানুন
India-USA Travel: এই স্বপ্ন সত্যি হতে চলেছে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের হাত ধরে। সম্প্রতিই তিনি ঘোষণা করেছেন, 'আর্থ টু আর্থ' স্পেস ট্রাভেল প্রজেক্টের। মাস্কের নিজস্ব সংস্থা স্পেস এক্সের হাত ধরেই অসম্ভবকে সম্ভব করার কাজে নেমেছেন।
ওযাশিংটন: ১৯-২০ ঘণ্টার দীর্ঘ বিমান যাত্রা করতে হবে না আর। মাত্র আধ ঘণ্টাতেই আপনি সেরে ফেলতে পারবেন মার্কিন সফর। না কোনও ম্যাজিক শো বা ভাঁওতা নয়। অসম্ভবই সম্ভব হতে চলেছে এবার। যেখানে এক্সাইড মোড় থেকে হাওড়া স্টেশন যেতেই আধ ঘণ্টা লাগে, সেখানে ওই সময়েই আপনি ভারত থেকে আমেরিকায় পৌঁছে যাবেন!
ভাবছেন কীভাবে? এই স্বপ্ন সত্যি হতে চলেছে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের হাত ধরে। সম্প্রতিই তিনি ঘোষণা করেছেন, ‘আর্থ টু আর্থ’ স্পেস ট্রাভেল প্রজেক্টের। মাস্কের নিজস্ব সংস্থা স্পেস এক্সের হাত ধরেই অসম্ভবকে সম্ভব করার কাজে নেমেছেন।
১০ বছর আগে থেকেই এই পরিকল্পনা করেছিলেন ইলন মাস্ক। এবার সেই স্বপ্ন সত্যি করার কাজে নেমেছেন। দ্য ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী, স্পেস এক্সের স্টারশিপ পৃথিবীর পাক দেবে। লস অ্যাঞ্জেলস থেকে টরেন্টো যেতে সময় লাগবে মাত্র ২৪ মিনিট। লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে ২৯ মিনিট। নিউইয়র্ক থেকে সাংহাই যেতে সময় ব্যয় হবে ৩৯ মিনিট। সেখানেই দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য মাত্র আধ ঘণ্টা সময় লাগবে।
মাস্কের এই পরিকল্পনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসতেই ইলন মাস্ক-কে এই প্রকল্পের জন্য ছাড়পত্র দেবে। ইলন মাস্কের “দিস ইজ নাও পসিবল” পোস্ট যেন সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।