আমেরিকাতে আবার ভারতীয় ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ২৩ বছর বয়সী যুবক জর্জিয়ার, আটলান্টাবাসী আরিয়ান রেড্ডি। নিজের জন্মদিনের দিনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুবকের।
আধিরিকরা জানিয়েছেন, নিজের বাড়িতে জন্মদিনের দিন পার্টি চলছিল। সেই সময় শিকার করার জন্য কেনা নতুন বন্দুকটি নিয়ে পরিস্কার করছিলেন আরিয়ান। সেই সময় ভুল বশত বন্দুকটি থেকে গুলি চলে যায়। যা গিয়ে লাগে সটান যুবকের বুকে। ঘরে তখন একাই ছিলেন যুবক। গুলির শব্দ শুনে পাশের ঘর থেকে ছুটে আসে তাঁর বন্ধুরা। তাঁরা এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে আরিয়ানের শরীরের। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা আরিয়ানকে মৃত বলে ঘোষণা করেন।
জন্মসূ্ত্রে দক্ষিণ ভারতের ছেলে আরিয়ান। তাঁর জন্ম তেলেঙ্গানার ভুবনগিরি জেলায়। যদিও বর্তমানে আরিয়ানের পরিবারের বাস তেলেঙ্গানার উপ্পল জেলায়। আটলান্টার ‘কানসাস স্টেট ইউনিভার্সিটি’তে স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল আরিয়ান। বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করতে আটলান্টা যান রেড্ডি। সূত্রের খবর শেষকৃত্য করার জন্য তাঁর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।