Iran President: সত্যি হল আশঙ্কা! হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্টের
Iran President Ebrahim Raisi Dies: ধ্বংসস্তূপে কোনও প্রাণের চিহ্ন নেই বলেই জানানো হয়েছে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে। এরপরই আশঙ্কা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে।

তেহরান: মৃত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Ibrahim Raisi)। রবিবার মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় রাইসির কপ্টার। আজ সকালে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিলেছে। ধ্বংসস্তূপে কোনও প্রাণের চিহ্ন নেই বলেই জানানো হয়েছে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে। এরপরই আশঙ্কা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যু হয়েছে। সরকারিভাবেও মৃত্যুর খবর ঘোষণা করে দেওয়া হয়েছে।
ইরানের স্টেট মিডিয়ার তরফে এ দিন সকালেই জানানো হয়, হেলিকপ্টারের যেখানে ভেঙে পড়েছে, সেই জায়গাটি খুঁজে পাওয়া গিয়েছে। জোলফার পার্বত্য অঞ্চলে ভেঙে পড়েছে কপ্টারটি। দুর্ঘটনাস্থলে কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সেখানে প্রাণের কোনও চিহ্ন মেলেনি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী সহ হেলিকপ্টারে যে ৯ জন ছিলেন, সকলেরই মৃত্যু হয়েছে।
রবিবার আজারবাইজানে বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার। ঘন মেঘের আড়ালে হঠাৎ হারিয়ে যায় কপ্টারটি। গতকাল সারা রাত জুড়ে তল্লাশি অভিযান চলে। আজ সকালেও উদ্ধারকাজ জারি রাখা হয়। সকালে ঘণ্টাখানেক পরেই জানানো হয়, দুর্ঘটনাস্থল খুঁজে পাওয়া গিয়েছে। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে কপ্টারটি। ধ্বংসস্তূপে প্রাণের কোনও চিহ্ন পাওয়া যায়নি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর, পরবর্তীতে গদিতে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবের। তবে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেইনি অনুমতি দিলেই প্রেসিডেন্ট পদে বসতে পারবেন মহম্মদ মোখবের।





