Israel Hamas War: ‘সব শেষ…’, হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে ‘গোপন তথ্য’ ফাঁস ইজরায়েলের

Avra Chattopadhyay |

Dec 24, 2024 | 12:30 PM

Israel Hamas War: তিনি আরও জানান, 'বিগত কয়েক দিন ধরেই হুথি জঙ্গিরা ইজরায়েলের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে। আমি এই বিষয়টা স্পষ্ট করে দিতে চাই যে, আমরাই কিন্তু হামাসদের শেষ করেছি, হিজবুল্লাহ জঙ্গিদের প্রাণে মেরেছি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছি।'

Israel Hamas War: সব শেষ..., হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে গোপন তথ্য ফাঁস ইজরায়েলের
বাঁদিকে বেঞ্জামিন নেতানিয়াহু, ডান দিকে ইসমাইল হানিয়া
Image Credit source: PTI

Follow Us

তেল আভিভ: হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলল ইজরায়েল। হামাস নেতার হত্যার কথা স্বীকার করে নিল নেতানিয়াহুর সরকার। একই সঙ্গে জুড়ে দিল হুঁশিয়ারিও।

এদিন হুথি গোষ্ঠীদের হুঁশিয়ারি দেওয়ার ফাঁকেই হামাস নেতা হানিয়ার হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিল ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘হুথিদের সকল কৌশল শেষ করে ইজরায়েল। রক্ষা পাবে না তাদের নেতারাও, ঠিক যেমন তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার ও লেবাননে নাসরুল্লার সঙ্গে হয়েছিল, হুথি নেতাদেরও ঠিক একই পরিণতি হবে।’

তিনি আরও জানান, ‘বিগত কয়েক দিন ধরেই হুথি জঙ্গিরা ইজরায়েলের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে। আমি এই বিষয়টা স্পষ্ট করে দিতে চাই যে, আমরাই কিন্তু হামাসদের শেষ করেছি, হিজবুল্লাহ জঙ্গিদের প্রাণে মেরেছি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছি।’

উল্লেখ্য, এর আগেও হামাস নেতা ইসমাইল হানিয়ার একাধিক সদস্যদের হত্যা করার অভিযোগ উঠেছিল ইজরায়েলের বিরুদ্ধে। চলতি বছরের জুন মাসেই গাজার আল-শাতি শরণার্থী শিবিরের পাশে হানিয়ার পরিবারের বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তারা। সেই ঘটনায় মৃত্যু হয় হানিয়ার পরিবারের ১০ জনের। ইজরায়েলি সেনার হামলায় প্রাণ হারিয়েছিল হানিয়ার তিন সন্তানও।

এর ঠিক এক মাস পরে। চলতি বছরের জুলাইয়ে তেহরানে হত্যা করা হয় খোদ হানিয়াকেও। ইরানের রাষ্ট্রপতির শপথ সভায় গিয়েছিলেন হামাস নেতা। সেই সময়ই ক্ষেপণাস্ত হামলার জেরে মৃত্যু হয় তার। হামলায় প্রাণ যায় তার নিরাপত্তারক্ষীরও।

Next Article