জাপান: সমকামী বিবাহে বাধা দেওয়া অসাংবিধানিক। এমনই ঐতিহাসিক রায় দিল জাপানেক একটি আদালত। জাপান হল বিশ্বের সেই দেশগুলির মধ্য একটি, যারা সমকামী বিহাবকে স্বীক-তি দেয় না। কিন্তু আদালতের এই রায় সে দেশে সাড়া ফেলে দিয়েছে। তৈরি হয়েছে বিতর্কও। এমনকী এই ধরণের বিয়ের সম্পর্কে অনুমতি দেওয়ার জন্য একটি আইন প্রবর্তনের জন্য অবিলম্বে সরকারি পদক্ষেপ করার কথাও বলেছে ওই আদালত।
আবেদনকারী তথা সে দেশের গোটা সমকামী সম্প্রদায় আদালতের সিদ্ধান্তের প্রশংসা করেছে। তারা বলেছে, এই রায় সমতার পক্ষে পরিবর্তনের আশা জাগাচ্ছে। রায় শুনে কেঁদে ফেলেন আবেদনকারী।
জাপানে, আদালতের হাতে বর্তমান বিবাহ আইন বাতিল করার ক্ষমতা নেই। বর্তমান আইনের ব্যাখ্যা অনুসারে, বিয়ে কেবলমাত্র একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যেই সম্পন্ন হতে পারে। সমকামী দম্পতিদের অন্তর্ভুক্ত করার জন্য আইন সংশোধন করা না হলে বা এই বিষয়ে একটি নতুন আইন প্রণয়ন না করা হলে, সরকারি অফিস সমকামী দম্পতিদের বিয়ের অনুমতি দিতে অস্বীকার করতে পারে।
বিয়ের অনুমোদন দিতে অস্বীকার করা মৌলিক অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাপানের সাপোরো হাইকোর্ট। আদালত বলেছে, সমকামী দম্পতিদের বিয়েকে স্বীকৃতি না দেওয়া তাদের সমতা এবং বিয়ের স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘন করা। তিন সমকামী দম্পতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
জি ৭-এর সদস্য দেশগুলির মধ্যে জাপানই একমাত্র সদস্য যারা সমকামী দম্পতিদের আইনি সুরক্ষা দেয় না। সমীক্ষায় দেখা যায় যে, ৭০ শতাংশ জাপানি নাগরিক সমকামী দম্পতিদের সমর্থন করে, কিন্তু প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এর বিরোধিতা করে।