Pakistan Prime Ministers: ইমরান একা নন, পাকিস্তানের ইতিহাসে কোন কোন প্রধানমন্ত্রী জেল খেটেছেন জানেন

Feb 11, 2024 | 6:58 AM

Pakistan Prime Ministers: ভোটে লড়ার অনুমতি পায়নি ঠিকই, তবে ইমরান সমর্থিত প্রার্থীরা যেভাবে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন, তা তাক লাগিয়ে দেওয়ার মতো। তবে ইমরান খান প্রথম প্রধানমন্ত্রী নন, যিনি জেল খাটলেন। পাক ইতিহাসে এমন নজির রয়েছে একাধিক।

Pakistan Prime Ministers: ইমরান একা নন, পাকিস্তানের ইতিহাসে কোন কোন প্রধানমন্ত্রী জেল খেটেছেন জানেন
কারা আছেন তালিকায়
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

ইসলামাবাদ: জেলে বসে ভোটে নিজে না লড়তে পারলেও পাকিস্তানের সাধারণ নির্বাচনে রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠেছেন ইমরান খান। একসময়ের ক্রিকেট অধিনায়ক থেকে আজ পাকিস্তানের রাজনৈতিক দলের সুপ্রিমো। সামলেছেন প্রধানমন্ত্রী পদও। তাঁর দল ভোটে লড়ার অনুমতি পায়নি ঠিকই, তবে ইমরান সমর্থিত প্রার্থীরা যেভাবে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন, তা তাক লাগিয়ে দেওয়ার মতো। তবে ইমরান খান প্রথম প্রধানমন্ত্রী নন, যিনি জেল খাটলেন। পাক ইতিহাসে এমন নজির রয়েছে একাধিক।

জুলফিকর আলি ভুট্টো

পাকিস্তানের নবম প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকর আলি ভুট্টো। প্রতিপক্ষের রাজনীতিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ও খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জুলফিকর আলি ভুট্টোকে। ১৯৭৪ সালে গ্রেফতার হওয়ার পর জেলবন্দি করা হয়েছিল তাঁকে। তাঁকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ১৯৭৯ সালের ৪ এপ্রিল ফাঁসি হয় তাঁর।

বেনজির ভুট্টো

এখনও পর্যন্ত পাকিস্তানের ইতিহাসে একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর নাম বেনজির ভুট্টো। ১৯৮৬ সালে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। প্রকাশ্যে একটি জনসভায় তৎকালীন সামরিক প্রধান জিয়াউল হকের সমালোচনা করেছিলেন বেনজির ভুট্টো। এরপরই ১৯৮৬ সালে বেনজিরকে গ্রেফতার করা হয়। ১৯৯৯ সালে এপ্রিল মাসে তাঁকে ৫ বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় দুর্নীতির অভিযোগে। পাশাপাশি ৫০ লক্ষের বেশি টাকা জরিমানাও ধার্য করা হয়েছিল।

নওয়াজ শরিফ

১৯৯৯ সালে গ্রেফতার হন পিএমএলএন প্রধান তথা তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পরে তাঁকে ১০ বছর নির্বাসনেও থাকতে হয়। এরপর ২০১৮ সালে নওয়াজ ও তাঁর মেয়ে মরিয়মকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় একটি দুর্নীতির মামলা।

শাহিদ খাক্কান আব্বাসি

২০১৯ সালে প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল শাহিদ আব্বাসিকে। পরে তাঁকে জামিনে মুক্ত করা হয়।

ইমরান খান

তোষাখানা মামলায় গ্রেফতার হন ইমরান খান। তারপর থেকে জেলে রয়েছেন তিনি। পাকিস্তানের আদালতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। কয়েকটি মামলায় জামিন পেলেও জেল থেকে এখনও মুক্ত হননি তিনি।

Next Article