Sheikh Hasina Extradition: কোন পদ্ধতিতে ফেরানো যেতে পারে হাসিনাকে? কী ভাবছেন উপদেষ্টা?
Yunus Government on Hasina Extradition: কিন্তু এই দুই প্রক্রিয়া ছাড়া আর কি কোনও পদ্ধতি নেই? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, এদিন বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তারপর থেকেই হাসিনা ফেরাতে তৎপর ঢাকা। বিদেশমন্ত্রক থেকে আইনমন্ত্রক, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য প্রতিটি পথ খুলতে চায় তাঁরা। রায়দানের দিনেই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা জানিয়েছিলেন, দু’টি প্রক্রিয়ায় ভারতকে চিঠি পাঠানো হবে।
কিন্তু এই দুই প্রক্রিয়া ছাড়া আর কি কোনও পদ্ধতি নেই? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, এদিন বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর আইন উপদেষ্টা জানিয়েছেন, ‘হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। প্রস্তুতি চলছে। যেহেতু হাসিনা এখন একজন সাজাপ্রাপ্ত অপরাধী, তাই সরকার মনে করে তাঁকে (হাসিনাকে) ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্বের মধ্যেই পড়ে।’
একদিকে যখন চিঠি-চাপাটির চিন্তাভাবনা চলছে, তখন অন্যদিকে আরও একটি পন্থার কথা ভাবছে বলেই জানিয়েছেন আইন উপদেষ্টা। তাঁর কথায়, ‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারতের হাসিনাকে ফিরিয়ে দেওয়া কর্তব্য। আমরা সেটা স্মরণ করিয়েই চিঠিটা লিখছি। একই সঙ্গে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে দ্বারস্থ হওয়া যায় কি না, তাও দেখা হচ্ছে।’
গত সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনা ছাড়াও আরও একজনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। তিনি হলেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনিও এখন পলাতক। ইউনূস সরকারের দাবি, ভারতে আশ্রয়ী। অবশ্য, সেই দাবি নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি নয়াদিল্লি। এদিন ঢাকার আইন উপদেষ্টা জানিয়েছেন, ‘হাসিনার মতো আসাদুজ্জামানের ক্ষেত্রেও একই পদক্ষেপ করা হবে।’
