Maldives-India: ভারতের কাছে ৩০০০ কোটির দেনায় ডুবে মলদ্বীপ, এবার কী বলছেন মুইজ্জু?

Mar 23, 2024 | 9:48 AM

Maldives-India: গত নভেম্বর মাসে শপথ নেন মুইজ্জু। তারপরই তিনি জানিয়ে দেন, মলদ্বীপ থেকে সরিয়ে নিতে হবে ভারতীয় সেনাকে। ৮৮ জন সেনাই যাতে ফিরে যান, সেই নির্দেশ দেন তিনি। আগামী ১০ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে। তবে এবার সুর নরম।

Maldives-India: ভারতের কাছে ৩০০০ কোটির দেনায় ডুবে মলদ্বীপ, এবার কী বলছেন মুইজ্জু?
মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।
Image Credit source: AFP

Follow Us

মলদ্বীপ: সুর বদলাচ্ছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। ক্ষমতায় আসার পর থেকেই তাঁর গলায় ভারত-বিরোধী সুর শোনা গিয়েছে। দেশের অন্দরেও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার তাঁর গলায় শোনা গেল অন্য সুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মলদ্বীপের। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মলদ্বীপকে। তাই সেই ঋণে যাতে একটু ছাড় দেওয়া হয়, এবার সেই আর্জি জানাচ্ছেন ভারতের কাছে।

জানা গিয়েছে তাঁর ৪০০ মিলিয়ন ডলারের ঋণ রয়েছে ভারতের কাছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় সেটা ৩০০০ কোটি টাকারও বেশি। গত নভেম্বর মাসে শপথ নেন মুইজ্জু। তারপরই তিনি জানিয়ে দেন, মলদ্বীপ থেকে সরিয়ে নিতে হবে ভারতীয় সেনাকে। ৮৮ জন সেনাই যাতে ফিরে যান, সেই নির্দেশ দেন তিনি। আগামী ১০ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে।

প্রেসিডেন্ট হওয়ার পর বৃহস্পতিবার প্রথম স্থানীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন মুইজ্জু। সেখানে তিনি দাবি করেন, মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। ভারত প্রতিবেশী হিসেবে অত্যন্ত ঘনিষ্ঠ।

বিভিন্ন ক্ষেত্রে ভারত মলদ্বীপে প্রচুর বিনিয়োগ করেছে। প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, পূর্ববর্তী সরকার যেভাবে ঋণ নিয়েছে তা মলদ্বীপের অর্থনীতির জন্য বহরে অনেক বেশি। এবার সেই টাকা মেটানোর জন্য ভারতের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন তিনি। ঋণে কিছুটা ছাড় পাওয়া যায় কি না, সেই আর্জিই তিনি জানাচ্ছেন ভারতের কাছে। তিনি আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এ ব্যাপারে কথা হয়েছে তাঁর। তিনি মোদীকে জানিয়েছেন, কোনও প্রজেক্টের কাজ বন্ধ করতে চান না তিনি।

Next Article