Pakistan Blast: ৪ কিমি দূর থেকেও দেখা যাচ্ছিল আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল শিয়ালকোটের মিলিটারি ক্যাম্প
Pakistan Blast: রবিবার সকালেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মিলিটারি ক্যাম্প। ঘটনাটি ঘটেছে ভারত-পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে।
যখন প্রধানমন্ত্রীর গদি নিয়েই অনিশ্চিয়তা তৈরি হয়েছে, সেই সময়ই আরও বড় বিপদের মেঘ ঘনাল পাকিস্তানের আকাশে। রবিবার সকালেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মিলিটারি ক্যাম্প। ঘটনাটি ঘটেছে ভারত-পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে চার কিলোমিটার দূর থেকেও আগুন ও কালো ধোয়া দেখতে পাওয়া যায়। জানা গিয়েছে, শিয়ালকোটের মিলিটারি ক্যাম্পের যে অংশে অস্ত্রশস্ত্র মজুত করে রাখা হয়, সেখানেই বিস্ফোরণ হয়। সেখান থেকেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এটা নাশকতার ছক নাকি হামলার পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে প্রশাসনের তরফে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। কোনও অজ্ঞাত কারণেই সেনা ক্যাম্পে আগুন লেগে গিয়েছে বলে জানানো হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি এখনও।
উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পদ থেকে সরাতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। তাঁর বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। আগামী ২৮ মার্চ পাকিস্তানের সংসদে অনাস্থা ভোট হতে পারে। পাক প্রধানমন্ত্রীর দল তেহরিক-ই-ইনসাফের সদস্যরাও এই প্রস্তাবে সায় দিতে পারেন। দেশের প্রধানমন্ত্রীর গদি নিয়ে এই টালমাটাল অবস্থায়, সেনা ক্য়াম্পে বিস্ফোরণ দেশবাসীর মধ্যে চিন্তা বাড়িয়েছে।