এ পৃথিবী বড়ই বিচিত্র। ততোধিক বিচিত্র প্রেম। বয়স, সময়, স্থান, কাল, পত্র…. কোনও কিছুরই বাধা মানে না ভালবাসা। কখনও বয়সে বড় কেউও প্রেমিক হতে পারে, আবার কখনও প্রেমে পড়া মানুষটির বয়সে খানিক ছোট হওয়াও অস্বাভাবিক নয়। কিন্তু কোনও মা যদি প্রেমে পড়েন সটান ছেলের এক বন্ধুর? শুনে হোঁচট খাওয়ার মত হলেও বাস্তবে এহেন উদাহরণও মিলেছে এবার। ছেলের বন্ধুর প্রেমে মজলেন মা।
ঘটনাটি অ্যামি নামের এক মহিলার। যখন তাঁর ছেলের বয়স মাত্র তেরো, তখন তাঁর মনে প্রেমের হালকা বাতাস দোলা দিতে শুরু করে। কারণ নিয়মিত তখন তাঁর বাড়িতে যাতায়াত ছিল ছেলের বন্ধু ব্রাইসেক। বয়স আঠারোর গণ্ডির পেরনোর আগেই ব্রাইসেরও ‘আন্টি’কে পছন্দ হয়। কিন্তু প্রেমে পড়েও বন্ধুর মাকে ভয়ে কিছু বলতে পারেনি ওই কিশোর। তবে প্রেম নিবেদন তাই গোপনে তোলা ছিল মনের আলমারিতে।
কিন্তু বয়স ১৮ দুয়ারে পৌঁছতেই, আর তর সয়নি ব্রাইসের। সরাসরি সদ্য ‘যুবক’ হওয়া ব্রইস একদিন প্রেমের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যায় বন্ধুর বাড়ি।। ‘আন্টি’ দরজা খুলতেই সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসেন। কিন্তু প্রথমেই প্রত্যাখ্যাত হয় তার প্রেম। ছেলের বন্ধুর সঙ্গে প্রেম? অ্যামি নিজেই প্রথমে ভাবতে পারেননি বিষয়টি। ব্রাইসকে জবাবে তিনি জানিয়েছিলেন, একজন ছেলের মত তাঁকে এতদিন দেখেছেন তিনি। ব্রাইসের বয়সও তাঁর চেয়ে অনেক কম।
যদিও শেষমেষ পরিণতি পায় তাদের প্রেম। ছেলের বন্ধু হয় স্বামী। আর ছেলে? একসময় যে বন্ধুর সঙ্গে ছিল কৈশোরের আড্ডা, এখন কি না সেই তার সৎ বাবা। ভাবা যায়!