Ambani-Mahindra: ভরদুপুরে Uber ডাকতে হল মুকেশ অম্বানী, আনন্দ মাহিন্দ্রাকে, কেন জানেন?

Ambani-Mahindra: হোয়াইট হাউসে বৈঠক শেষে আর এক জায়গায় মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার মাঝেই ঘটে বিপত্তি।

Ambani-Mahindra: ভরদুপুরে Uber ডাকতে হল মুকেশ অম্বানী, আনন্দ মাহিন্দ্রাকে, কেন জানেন?
মাহিন্দ্রার পোস্ট করা সেলফিImage Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 7:47 AM

ওয়াশিংটন: দেশের তো বটে, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় রয়েছে মুকেশ অম্বানী, আনন্দ মাহিন্দ্রা। সেই দুই শিল্পপতি নাকি উবার ডেকেছিলেন, ভাবা যায়! টুইটার পোস্টে সেই গল্পই বলেছেন ‘মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা’-র চেয়ারম্যান। সঙ্গে একটি সেলফিও পোস্ট করেছেন তিনি। বিলিয়নেয়াররাও আপনার-আমার মতো উবারে চড়েন? শুনতে অবাক লাগলেও এটাই সত্য়ি।

ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে হোয়াইট হাউসের নৈশভোজে ও বিশেষ বৈঠকে যোগ দেন একাধিক শিল্পপতি ও বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্তারা। উপস্থিত ছিলেন অম্বানী ও মাহিন্দ্রাও। বৃহস্পতিবার রাতে ছিল নৈশভোজের আমন্ত্রণ আর পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে ছিল হোয়াইট হাউসে মোদী ও বাইডেনের উপস্থিতিতে বিশেষ বৈঠক।

সেই বৈঠক শেষে আর এক জায়গায় মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার মাঝেই ঘটে বিপত্তি। আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন, তিনি, মুকেশ অম্বানী ও 3rditech সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা বৃন্দা কাপুর বাণিজ্য বিভাগের সচিবের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। সবাই যে চলে গিয়েছেন, তা তাঁরা খেয়ালই করেননি। পরে বুঝতে পারেন তাঁদের জন্য বরাদ্দ শাটলও চলে গিয়েছে। এরপরই তাঁরা উবারের খোঁজ শুরু করেন।

এর মধ্যে আবার তাঁদের সঙ্গে দেখা হয়ে যায় অ্যাস্ট্রোনট সুনীতা উইলিয়ামসের। একসঙ্গে একটা সেলফিও তোলেন তাঁরা। সেই ছবিই পোস্ট করেছেন মাহিন্দ্রা।