AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্রাম্পের ‘দাদাগিরি’কেই মান্যতা দিল NATO, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াবে ৩২ দেশ

NATO: ন্যাটোর এই সিদ্ধান্তে তিনি যে খুশি, সেটা চেপে রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খোলাখুলিই স্বীকার করেছেন, রুশ আগ্রাসনের কথা মাথায় রেখে তিনি বারবার ন্যাটো-কে চাপ দিয়েছেন মিলিটারি খরচ বাড়াতে। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'এই সিদ্ধান্তে যে ওরা (ন্যাটো) আসতে পারব, কেউ বিশ্বাসই করতে পারেনি। আজ সবাই আমাকে বলেছে, ধন্যবাদ স্যার। আপনি করে দেখিয়েছেন।

ট্রাম্পের 'দাদাগিরি'কেই মান্যতা দিল NATO, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াবে ৩২ দেশ
Image Credit: X
| Edited By: | Updated on: Jun 26, 2025 | 10:49 AM
Share

হেগ: মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছাকে মান্যতা দিয়ে ন্যাটো-র সদস্য ৩২টি দেশই একমত হল প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে। প্রতিটি ন্যাটো সদস্য দেশ প্রতিরক্ষা বাজেটের জন্য জিডিপি-র ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ খরচ করতে সম্মত হয়েছে। ২০৩৫ সালের মধ্যে সব দেশই নয়া সিদ্ধান্ত কার্যকর করবে বলে আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটো-র এবছরের সম্মেলনে। যদিও স্পেন, বেলজিয়াম ও স্লোভাকিয়া এটাও জানিয়ে রেখেছে, তাদের পক্ষে ডিফেন্স বাজেট এতটা বাড়ানো যথেষ্ট কঠিন।

ন্যাটো সদস্য দেশগুলি বুধবার প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির শপথ গ্রহণ করে জানিয়েছে, ২০৩৫-এর আগে ২০২৯-এ আর একবার এই সিদ্ধান্ত নিয়ে রিভিউ বৈঠক করা হবে। স্বাভাবিকভাবেই ওই সময় স্থির করা হয়েছে মার্কিন মুলুকের আগামী ভোটের কথা মাথায় রেখে। ন্যাটো-র জেনারেল সেক্টরেটরি মার্ক রটা এই সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ বলে উল্লেখ করে জানিয়েছেন, সব দেশই এই সিদ্ধান্তে একমত হয়েছে। তবে কয়েকটি সদস্য দেশ এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছে এই অভিযোগ তিনি মানতে চাননি।

তবে ন্যাটোর এই সিদ্ধান্তে তিনি যে খুশি, সেটা চেপে রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খোলাখুলিই স্বীকার করেছেন, রুশ আগ্রাসনের কথা মাথায় রেখে তিনি বারবার ন্যাটো-কে চাপ দিয়েছেন মিলিটারি খরচ বাড়াতে। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এই সিদ্ধান্তে যে ওরা (ন্যাটো) আসতে পারব, কেউ বিশ্বাসই করতে পারেনি। আজ সবাই আমাকে বলেছে, ধন্যবাদ স্যার। আপনি করে দেখিয়েছেন। যদিও আমি কিছু করিনি। কিন্তু আসলে আমিই করেছি।’

ন্যাটো বুধবার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির প্রস্তাবে ট্রাম্পের পর যিনি খুশি হয়েছেন, তিনি হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি আবার দেরি করতে চান না। ২০২৭-এর মধ্যেই ব্রিটেনের প্রতিরক্ষা বাজেটকে বাড়িয়ে জিডিপির ৪.১ শতাংশে নিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন। রুশ-ইউক্রেন যুদ্ধের কথা মাথায় রেখে ইউরোপ জুড়ে রুশ আগ্রাসন ঠেকাতে তিনি এই আশ্বাস অবশ্য আগেও দিয়েছেন।

তবে স্পেনের মতো দেশ ন্যাটোর নতুন সিদ্ধান্তে খুশি নয়। স্পেন ন্যাটো সদস্য দেশগুলির মধ্যে প্রতিরক্ষা খাতে সবচেয়ে কম খরচ করা দেশ। ট্রাম্প বলেছেন, স্পেন ডিফেন্স বাজেট বাড়াতে রাজি না হলে আমেরিকার সঙ্গে মাদ্রিদের বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করবেন। তখন আবার স্পেনের দ্বিগুণ খরচ হয়ে যাবে, পরোক্ষে হুঁশিয়ারি ট্রাম্পের। বেলজিয়াম আর স্লোভাকিয়াও জানিয়েছে, এত কম সময়ে মিলিটারি বাজেট এতটা বাড়ানো তাদের পক্ষে কার্যত অসম্ভব। একই কথা জানিয়েছে নরওয়ে।