Russia Ukraine War: কিমের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে ‘পিঠে ছুরি’ পুতিনের! কিম ফৌজের হাতে মরল ৮ রুশ সেনা
Russia Ukraine War : অবাধ্য ইউক্রেনকে শায়েস্তা করতে গিয়ে আপাতত টানাপোড়েনে রাশিয়া। পড়শি দেশে যুদ্ধ চালিয়ে যেতে বন্ধুত্ব করেছিল কিমের সঙ্গে। আর সেই সিদ্ধান্তের জন্য এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে পুতিন। রণক্ষেত্রে পুতিনের শত্রু ইউক্রেনকে ছেড়ে খোদ রুশ বাহিনীর উপরেই গুলি চালিয়ে বসেছে কিমের সেনা। ফলত, বন্ধুত্বই যেন ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে, বলেই মত ওয়াকিবহাল মহলের।
মস্কো: যুদ্ধক্ষেত্র মানে মরণ-বাঁচনের লড়াই। কিন্তু সেই লড়াইয়ে যদি গুলি চলে সেমসাইড থেকেই তা হলে তো মহাবিপত্তি। শুনতে তাজ্জব লাগলেও এমন ভুল তো চুপিসারে হামেশাই হয়ে যায়। তবে তা যদি ইচ্ছাকৃত হয়, তখনই তকমা লেগে যায় মীর জাফরের।
অবাধ্য ইউক্রেনকে শায়েস্তা করতে গিয়ে আপাতত টানাপোড়েনে রাশিয়া। পড়শি দেশে যুদ্ধ চালিয়ে যেতে বন্ধুত্ব করেছিল কিমের সঙ্গে। আর সেই সিদ্ধান্তের জন্য এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে পুতিন। রণক্ষেত্রে পুতিনের শত্রু ইউক্রেনকে ছেড়ে খোদ রুশ বাহিনীর উপরেই গুলি চালিয়ে বসেছে কিমের সেনা। ফলত, বন্ধুত্বই যেন ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে, বলেই মত ওয়াকিবহাল মহলের।
জানা গিয়েছে, দিশেহারা ও ভীতি ভাবের জেরে রুশ বাহিনীর নির্দেশ সঠিক ভাবে পালন করতে গিয়ে বারংবার হোঁচট খাচ্ছিল উত্তর কোরিয়া থেকে আসা সেনারা। এই অবস্থাতেই পারস্পরিক ভুলভ্রান্তির জেরে রুশ সেনাদের শত্রুপক্ষ ভেবে গুলি চালায় তারা। মৃত্যু হয় মোট ৮ জওয়ানের।
উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে যুদ্ধপরিস্থিতির মাঝে কিমের সঙ্গে সম্পর্ক গাঢ়ত্ব আরও গভীর হয় পুতিনের। চলতি বছরেই কূটনৈতিক রসায়নকে নতুন মোড়ে এনে দাঁড় করিয়ে উত্তর কোরিয়া গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। কিমের সঙ্গে আলোচনা হয়েছিল দুই দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী নিয়ে। প্রতি বছরই বিশ্বের একাধিক দেশে উত্তর কোরিয়ার বাসিন্দাদের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য পাঠিয়ে থাকে কিমের সরকার। পুতিনের কূটনৈতিক সফরের পরই রাশিয়াকেও যুদ্ধে ‘পুষ্টি’ জোগানোর উদ্দেশ্যে সেনা ফৌজ পাঠিয়েছিল কিম।
উল্লেখ্য এই বছরের অগস্ট মাসে পশ্চিম রাশিয়ার অনেকটা এলাকা দখল করে নেয় ইউক্রেন। এর পর থেকেই ওই এলাকা পুনরুদ্ধারে ছক কষতে শুরু করে রুশ প্রেসিডেন্ট। ইতিমধ্যেই তিন বছর ব্যাপী এই যুদ্ধে প্রচুর সৈনিক খুইয়েছে রাশিয়া। তাই ‘বন্ধু’ কিমের সেনাবাহিনীতেই ভরসা ছিল পুতিনে। কিন্তু তাতে জল ঢেলেই এই বিপত্তি ঘটাল কিম ফৌজ।