Amit Shah in Ambedkar controversy: ‘আমার বক্তব্য বিকৃত করে পেশ করা হচ্ছে’, আম্বেদকর বিতর্কে গর্জে উঠলেন অমিত শাহ
Amit Shah in Ambedkar controversy: মোদীর হয়েও ব্যাট ধরতে দেখা যায় অমিত শাহকে। বলেন, “এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও বিকৃত করে এরা বিতর্ক তৈরি চেষ্টা করেছিল। এবার আমার বক্তব্য বিকৃত করা হচ্ছে।”
নয়া দিল্লি: ‘আমার বক্তব্য বিকৃত করে পেশ করা হচ্ছে’, দেশজোড়া বিতর্কের আবহে গর্জে উঠলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সাফ বললেন, “আমি এমন একটি দলকে প্রতিনিধিত্ব করি যে দলে আম্বেদকরকে অসম্মান করার কথা কেউ ভাবতেও পারে না।” এরপরই ফের সুর চড়ান কংগ্রেসের বিরুদ্ধে। তুলে আনেন ভারতরত্নের প্রসঙ্গও। ফের একবার আক্রমণের ধার বাড়িয়ে বলেন, “বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করেছে কংগ্রেস। তাঁকে ভারতরত্ন দেওয়া হয়নি। যেখানে কংগ্রেসের সরকার ছিল সেখানে অম্বেদকারের মূর্তি তৈরি করতে দেওয়া হয়নি।”
এখানেই না থেমে মোদীর হয়েও ব্যাট ধরতে দেখা যায় তাঁকে। বলেন, “এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও বিকৃত করে এরা বিতর্ক তৈরি চেষ্টা করেছিল। এবার আমার বক্তব্য বিকৃত করা হচ্ছে।” কিন্তু, ঘটনার সূত্রপাত ঠিক কোথায়? মঙ্গলবার সংসদে সংবিধান বিতর্কে বক্তব্য রাখছিলেন অমিত শাহ। তখনই কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে-আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত, তাহলে স্বর্গে জায়গা পেত।” তাঁর এ মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। সেই রেশ চলে এদিনও। বুধবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিরোধী শিবরের সাংসদের। সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মমতার দাবি, আসলে বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। ওদের দলিত সম্পর্কে আসল মনোভাব এবার সামনে এসে যাচ্ছে। যদিও বিতর্কের আবহে আগেই আবার শাহের হয়ে ব্যাট ধরতে দেখা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কংগ্রেসকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “দেশবাসী বারবার দেখেছে কংগ্রেস কীভাবে বাবাসাহেব আম্বেদকরের পরম্পরাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে।” মোদীর মন্তব্য নিয়ে চর্চার মাঝেই এবার নতুন চর্চা শাহি মন্তব্য নিয়ে।