Ishaq Dar in Dhaka: ঢাকায় পাক বিদেশমন্ত্রী, চুক্তি দিয়ে ‘বাঁধলেন দল’! এবার বসবেন ইউনূস-খালেদার সঙ্গেও
Ishaq Dar in Dhaka: পাকিস্তানের বিদেশমন্ত্রী বাংলাদেশে পা দেওয়ার আগে থেকেই গুঞ্জন শুরু হয়েছিল সরাসরি বিমানের। শেষবার ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রব্বানি বাংলাদেশে এসেছিলেন। তাও আবার কয়েক ঘণ্টার সফরে।

ঢাকা: তিনদিনের সফরে বাংলাদেশে গিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। শনিবার নেমেছেন ঢাকায়। আর রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে বৈঠক। এদিন পূর্বপরিকল্পনা মতোই সেদেশের রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন পাক দূত।
বৈঠকের নির্যাস
দুই রাষ্ট্রদূত মুখোমুখি। সুতরাং, সেই বৈঠক কতটা ফলপ্রসূ হল তা নির্ধারণ করবে, কী কী চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্য়ম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুয়ায়ী, দ্বিপাক্ষিক বৈঠক শেষে মোট একটি চুক্তি, চারটি MoU বা সমঝোতা পত্র স্বাক্ষর করেছেন তৌহিদ হোসেন ও ইশাক দার। পাশাপাশি, একটি কর্মসূচি নির্ধারণের কথাও ঘোষণা করেছেন তাঁরা।
কী চুক্তি স্বাক্ষর হল?
পাকিস্তানের বিদেশমন্ত্রী বাংলাদেশে পা দেওয়ার আগে থেকেই গুঞ্জন শুরু হয়েছিল সরাসরি বিমান পরিষেবার। শেষবার ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রব্বানি বাংলাদেশে এসেছিলেন। তাও আবার কয়েক ঘণ্টার সফরে। এছাড়াও হাসিনার আমলে এই দুই দেশের মধ্যে সম্পর্কের চাকা খুব একটা গড়িয়েছে, এমনটা নয়। গোটা পর্বেই মিশে থেকেছে ৭১-এর আগের ‘রক্তাক্ত স্মৃতি’। যা অবশ্য অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে অনেকটাই হয়েছে বিস্মৃতি।
দুই দেশের মধ্যে যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, তা সরাসরি বিমান পরিষেবা নিয়ে না হলেও কাছাকাছি বলা যেতে পারে। আপাতত দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্ট গ্রাহকদের সফরের জন্য কোনও ভিসা লাগছে না। এছাড়াও দুই দেশের বাণিজ্য, আন্তর্জাতিক কৌশল-সহ বেশ কয়েকটি বিষয়কে কেন্দ্রীভূত করে স্বাক্ষর হয়েছে চারটি সমঝোতা পত্র। যার মধ্যে একটি আবার দ্বিপাক্ষিক বাণিজ্যিক ওয়ার্কিং গ্রুপ গঠনের জন্য।
সফর এখনও বাকি
বাংলাদেশে পা রেখেই জামায়াত, এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের ‘মুখের’ সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। স্বাক্ষর করেছেন চুক্তি। তা হলে সফর কি এখানেই শেষ? মোটেই নয়। এ তো সবে ট্রেলার, বলছেন একাংশ। বিকালেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন তিনি। তারপর সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপি-র প্রধান খালেদা জিয়ার সঙ্গে।

