লাহোর: তিন মাস ধরে ধর্ষণ করছে বাবা। এই অভিযোগ তুলে বাবাকে গুলি করে খুন করল মেয়ে। শনিবার ১৪ বছরের কিশোরী গুলি করে নিজের বাবাকে মেরে ফেলেছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঘটেছে এই ঘটনা। পঞ্জাব প্রদেশের লাহোর শহরের গুজ্জরপুরা এলাকার বাসিন্দা ওই নাবালিকা। সেখানকার পুলিশ ঘটনার কথা জানিয়েছে। এই খুনে অভিযুক্ত নাবালিকা পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছে, গত তিন মাস ধরে বাবার হাতে লাগাতার ধর্ষণের শিকার হয়েছে সে।
এই ঘটনা নিয়ে পঞ্জাব প্রদেশের পুলিশ অফিসার সোহেল কাজমি বলেছেন, “নাবালিকা জানিয়েছে তার উপর লাগাতার যৌন অত্যাচার চালাচ্ছিল তার বাবা। সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার বন্দুক দিয়েই বাবাকে গুলি করে খুন করেছে সে।” ঘটনা নিয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই অফিসার। ঘটনার সমস্ত দিক বিবেচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে শুক্রবার পাকিস্তানের আদালত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। এই রায়ের পরের দিনই এবার এক ‘ধর্ষক’ বাবা খুন হলেন মেয়ের হাতে।