AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran Pakistan: মিলবে বিশেষ ডিসকাউন্ট! ৮০০ কোটি ডলারের ব্যবসা শুরু করতে চায় পাকিস্তান

Iran Pakistan: সেই সূত্র ধরেই রবিবার ইসলামাবাদের দুই দেশের বাণিজ্য ও শিল্প সংক্রান্ত মন্ত্রী ব্যবসায়িক আলোচনায় বসেছিলেন। সেখানেই দ্বিপাক্ষিক ভাবে বোঝাপড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উভয়পক্ষ।

Iran Pakistan: মিলবে বিশেষ ডিসকাউন্ট! ৮০০ কোটি ডলারের ব্যবসা শুরু করতে চায় পাকিস্তান
শেহবাজের সঙ্গে ইরানের রাষ্ট্রপতিImage Credit: X
| Updated on: Aug 03, 2025 | 8:52 PM
Share

ইসলামাবাদ:দূরত্ব ডিসকাউন্ট আপাতত এই সুবিধাটাকেই হাতিয়ার করতে চায় ইরান-পাকিস্তান। একে অপরের সঙ্গে তাদের মোট ৯০০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। আর এই রুট যদি ব্যবসার কাজে লাগানো যায়, তবে কেমন হয়? রবিবার ঠিক এই বিষয়টা নিয়েই ইরানের শিল্পমন্ত্রী মহম্মদ আতাবাকের সঙ্গে আলোচনায় বসেছিলেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কমল খান।

দুদিনের সরকারি সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। তাঁর সঙ্গী হয়েছেন ইরানের শিল্পমন্ত্রীও। সেই সূত্র ধরেই রবিবার ইসলামাবাদের দুই দেশের বাণিজ্য ও শিল্প সংক্রান্ত মন্ত্রী ব্যবসায়িক আলোচনায় বসেছিলেন। সেখানেই দ্বিপাক্ষিক ভাবে বোঝাপড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উভয়পক্ষ।

এই বৈঠকের পর পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কমল বলেন, যদি আমাদের ভাবনাকে সম্পূর্ণ ভাবে কাজে লাগানো যায়, তা হলে আগামী দিনে পাকিস্তানের ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য খুব সহজে ৫০০ থেক ৮০০ মার্কিন ডলারের গন্ডি পেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। একই সুর ইরানের রাষ্ট্রপতির গলায়। পাকিস্তানে যাওয়ার আগে তিনি বলেন, আমরা আশা করছি এই সফরের পর পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে হাজার কোটি মার্কিন ডলারের গন্ডি ছুঁয়ে যাবে।

আর এই বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের কাছেই ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছে তাদের স্থলসীমানা। রবিবার বৈঠক শেষে সেই কথাটাই শোনা যায় পাকিস্তানের বাণিজ্য়মন্ত্রীর মুখেও। তিনি বলেন, আমাদের কাছে ভৌগলিক অবস্থানটাই সবচেয়ে লাভের জায়গা। পাকিস্তান ও ইরানের এই দূরত্বের ডিসকাউন্টটা অবশ্যই ব্যবহার করা উচিত। যদি আমরা তা না করি, তা হলে সময় ও অর্থের ক্ষতি হবে বলেই ধারণা।