AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan: ‘আমাদের মিসাইলের অভাব নেই…’, পরমাণু হামলার হুমকি, ভারতকে চোখ রাঙানোর দুঃসাহস পাক সেনা প্রধান মুনিরের

India-Pakistan Relation: ভারতকে অপদস্থ করতে গিয়ে মুনির নিজের দেশকেই অপমান করে বসেন। সূত্রের খবর, আসিম মুনির ওই বৈঠকে ভারতকে মার্সিডিজ গাড়ি এবং পাকিস্তানকে ডাম্প ট্রাকের  সঙ্গে তুলনা করেন।

India-Pakistan: 'আমাদের মিসাইলের অভাব নেই...', পরমাণু হামলার হুমকি, ভারতকে চোখ রাঙানোর দুঃসাহস পাক সেনা প্রধান মুনিরের
পাক সেনা প্রধান আসিম মুনির।Image Credit: X
| Updated on: Aug 11, 2025 | 7:53 AM
Share

ওয়াশিংটন: ফের পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের! আমেরিকায় গিয়ে পরমাণু হামলার বুলি, অর্ধেক পৃথিবী ধ্বংস করে দেওয়ার হুমকি আসিম মুনিরের।

আমেরিকায় ট্যাম্পায় ব্যবসায়ী আদনান আসাদের আমন্ত্রণে ব্ল্যাক টাই ডিনারে সামিল হয়েছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির। সেখানেই তিনি নয়া দিল্লিকে হুমকি দিয়ে বলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি যে আমরা ডুবছি, তবে আমরা অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে নিয়ে ডুবব।”

সিন্ধু নদ নিয়েও আসিম মুনিরের মুখে বড় বড় কথা শোনা যায়। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় জল পাচ্ছে না পাকিস্তান। দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় পাক সেনা প্রধান আসিম মুনির বলেন, “সিন্ধু নদের উপরে ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করব আমরা, আর যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা ১০টা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়..আমাদের মিসাইলের অভাব নেই।”

তবে ভারতকে অপদস্থ করতে গিয়ে মুনির নিজের দেশকেই অপমান করে বসেন। সূত্রের খবর, আসিম মুনির ওই বৈঠকে ভারতকে মার্সিডিজ গাড়ি এবং পাকিস্তানকে ডাম্প ট্রাকের  সঙ্গে তুলনা করেন। বলেন, “ভারত হল চকচকে মার্সিডিজ যা হাইওয়ে দিয়ে ফেরারির মতো আসছে, কিন্তু আমরা হলাম ইট পাথরে ভর্তি ডাম্প ট্রাক। যদি ট্রাক গাড়িক ধাক্কা মারে, তাহলে কার ক্ষতি হবে?”

ভারত সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি।