Pakistan: ‘যা তৈরি করবে, ধ্বংস করে দেব…’, ‘ফাঁকা আওয়াজ’ পাক মন্ত্রীর, বিজেপি বলল ‘ভয়ে কেঁপে গিয়েছে’
Indus Water Treaty: পাক মন্ত্রীর এই মন্তব্যকে 'ফাঁকা হুমকি' বলেই উল্লেখ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন। তিনি বলেন, "খোয়াজা শরিফ দৃশ্যত ভয়ে কেঁপে গিয়েছে। উনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হলেও, প্রায় কোনও নিয়ন্ত্রণই নেই তার হাতে।"

ইসলামাবাদ: পাকিস্তানের আবার বড় বড় বুলি। সিন্ধু জলচুক্তি স্থগিত হতেই প্রকাশ্যে হামলা চালানোর হুমকি দিচ্ছেন পাক মন্ত্রী।
পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। আটকে গিয়েছে সিন্ধুর জল, যা পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিজমিতেই জল সরবরাহ করে। আর সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বললেন, “সিন্ধু জলচুক্তির অধীনে পাকিস্তানের নায্য পাওনা জল আটকাতে যদি ভারত কোনও কাঠামো তৈরি করলে তা ধ্বংস করে দেওয়া হবে।”
একটি সাক্ষাৎকারে পাকিস্তানি মন্ত্রী বলেছেন, “পাকিস্তানের জল আটকানোকে আগ্রাসন হিসাবেই গণ্য করা হবে।”
ভারত যদি সিন্ধুতে বাঁধ তৈরি করে, তবে পাকিস্তান কী করবে, এই প্রশ্নের উত্তরে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেন, “যদি ভারত কোনও ধরনের কাঠামো তৈরি করে, তাহলে আমরা সেই কাঠামো ধ্বংস করে দেব।”
পাক মন্ত্রীর এই মন্তব্যকে ‘ফাঁকা হুমকি’ বলেই উল্লেখ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন। তিনি বলেন, “খোয়াজা শরিফ দৃশ্যত ভয়ে কেঁপে গিয়েছে। উনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হলেও, প্রায় কোনও নিয়ন্ত্রণই নেই তার হাতে। উনি শুধু বয়ান মন্ত্রী, খালি ফাঁকা হুমকি দিয়ে যাচ্ছেন। পাকিস্তানিদের মধ্যে ভয় স্পষ্ট। ওদের রাতের ঘুম উড়ে গিয়েছে।”
এর আগে জলশক্তি মন্ত্রী সিআর পাটিলও বলেছিলেন যে ভারত নিশ্চিত করবে যে সিন্ধুর এক বিন্দু জলও পাকিস্তানে যেতে দেওয়া হবে না।





