AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: মাথায় বাজ ভেঙে পড়ল পাকিস্তানের, বিশ্বের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থাই চলে যাচ্ছে পাততাড়ি গুটিয়ে!

Pakistan: ২০০০ সালের জুন মাসে পাকিস্তানে অফিস খোলে গ্লোবাল টেক জায়ান্ট মাইক্রোসফট। ২৫ বছর পর জুলাই মাসে তারা ঘোষণা করল, পাকিস্তান ছাড়ছেন তারা।

Pakistan: মাথায় বাজ ভেঙে পড়ল পাকিস্তানের, বিশ্বের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থাই চলে যাচ্ছে পাততাড়ি গুটিয়ে!
প্রতীকী চিত্র।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 07, 2025 | 7:17 AM

ইসলামাবাদ: ভাঁড়ে মা ভবানী দশা, দেশের দিকে নজর নেই পাক সরকারের। তিতিবিরক্ত হয়েই পাকিস্তান থেকে পাততাড়ি গোটাল মাইক্রোসফট। পড়শি দেশে বন্ধ করে দেওয়া হল অফিস। যাবতীয় কাজকর্মই সেখানে বন্ধ করে দেওয়া হল।

২০০০ সালের জুন মাসে পাকিস্তানে অফিস খোলে গ্লোবাল টেক জায়ান্ট মাইক্রোসফট। ২৫ বছর পর জুলাই মাসে তারা ঘোষণা করল, পাকিস্তান ছাড়ছেন তারা। সংস্থার তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া না হলেও, মাইক্রোসফটের পাকিস্তানের ম্যানেজার জাওয়াদ রহমান এই খবরে সিলমোহর দিয়েছেন। তিনি নিজের লিঙ্কডইন প্রোফাইলে লিখেছেন, “এক অধ্যায় অবসান হল”।

মাইক্রোসফটের এই সিদ্ধান্ত পাকিস্তানের প্রযুক্তি ও বাণিজ্য সেক্টরের কাছে বড় ধাক্কা। যেখানে দেশে ঋণের বোঝা বেড়েই চলেছে, আর্থিক উন্নতির কোনও দিশা নেই, সেখানেই মাইক্রোসফটের মতো বড় সংস্থার বিদায়ে অর্থনীতির হাল আরও বেহাল হবে।

সূত্রের খবর, পাকিস্তানের আর্থিক দুর্দশা, নীতি অনিশ্চয়তা, আমদানি নিয়ে নিষেধাজ্ঞা, মার্কেটের আয়তন ছোট হওয়া এবং বিভিন্ন সংঘাত-সংঘর্ষের কারণেই মাইক্রোসফট তাদের কাজকর্ম পাকিস্তানে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই প্রস্থানে অন্য বড় সংস্থাগুলিও বিনিয়োগ করার ঝুঁকি নেবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। সহজ কথায় বলতে গেলে, আরও অন্ধকারে ডুববে পাকিস্তান।