Shehbaz Sharif : প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েই নজরে কাশ্মীর, আলোচনার জন্য মোদীকে আহ্বান

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 11, 2022 | 10:20 PM

Shehbaz Sharif : পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ় শরিফ। এদিন কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আহ্বান জানান তিনি।

Shehbaz Sharif : প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েই নজরে কাশ্মীর, আলোচনার জন্য মোদীকে আহ্বান
ছবি সৌজন্যে : PTI

Follow Us

ইসলামাবাদ : পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ় শরিফ। এদিন পাকিস্তানের ন্যাশনাল অ্য়াসেম্বলিতে পাক প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অধিবেশন হয়। সেখানেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শাহবাজ় শরিফ। প্রধানমন্ত্রীর গদি দখল করেই শাহবাজ়ের নজরে কাশ্মীর। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিবাদ বহু যুগ ধরে চলে আসছে। এইবার সেই বিবাদ মেটানোর জন্য ভারত-পাকিস্তানকে একসঙ্গে হওয়ার ডাক দিলেন তিনি। এদিন কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আহ্বান জানান তিনি।

গত সাত দশকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। তবে কোনও স্থায়ী সমাধান পাওয়া যায়নি। নেহরুর দৌলতে কাশ্মীর ইস্যু রাষ্ট্রসংঘের মঞ্চে গড়ালেও আজও এর মীমাংসা হয়নি পাকিস্তানের সদিচ্ছার অভাবেই। শাহবাজ় এদিন জানিয়েছেন যে, কাশ্মীর সমস্যার স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান না পাওয়া পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভাল হবে না। মোদীর উদ্দেশে তিনি বলেছেন যে, “মোদীজির উদ্দেশে আমার বার্তা যে, কাশ্মীরি মানুষদের ইচ্ছা অনুযায়ী তিনি এই সমস্যার সমাধান করুক।”

এদিন তিনি বলেছেন, “দুর্ভাগ্যবশত আমরা ভারতের সঙ্গে ভাল সম্পর্ক রক্ষা করতে পারিনি। নওয়াজ শরিফ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেয়েছিলেন।” কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়েও মুখ খোলেন তিনি। তিনি বলেছেন, “২০১৯ সালের অগাস্টে কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল। পূর্ববর্তী [ইমরান খান] সরকার এই বিষয়ে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারেনি। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু কাশ্মীর নিয়ে যতক্ষণ পর্যন্ত না কোনও স্থায়ী সমাধানে পৌঁছোনো সম্ভব হচ্ছে ততক্ষণ সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে না। আমরা কাশ্মীরিদের রক্ত ঝরতে দিতে পারি না। কাশ্মীরি মানুষদের আমরা নৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে যাব।”

আরও পড়ুন : Imran Khan : ‘চোরের সঙ্গে বসতে রাজি নই’, ‘ওয়াকওভার’ দিয়ে ‘প্যাভিলিয়নে’ ফিরলেন ইমরান

আরও পড়ুন : Shehbaz Sharif : বিনা প্রতিদ্বন্দ্বিতায় গদি দখল, পাক প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের উত্তরসূরি শাহবাজ়ই

Next Article