India-Pakistan: পথে আসছে পাকিস্তান! ভারতের সঙ্গে আলোচনায় ‘নিরপেক্ষ’ জায়গার প্রস্তাব শেহবাজের
India-Pakistan: শেষ পর্যন্ত মাঠে নামে আমেরিকা। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষবিরতির কথা বলেন। যদিও আমেরিকার নাক গলানো নিয়ে এখানেও চাপানউতোর কম হয়নি। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হলেও দুই দেশেই বিদ্য়মান চাপা উত্তেজনা।

নয়া দিল্লি: ভারতের সঙ্গে সংঘর্ষের আবহে ইসলামাবাদের মাটিতেই তুমুল হাসিহাসি চলেছিল পাক সরকারের ভূমিকা নিয়ে। মজা-রসিকতার আধারে সে দেশের মানুষ কীভাবে সে দেশের সরকারেরই উপরেই ক্ষোভে ফুঁসছেন তাও তুলে ধরতে দেখা যায় একাধিক এক্স হ্যান্ডেলের পোস্টে। ওই আবহেই ক্রিকেট সংঘাতের কথা মনে করিয়ে অনেকেই আবার টেনে এনেছিলেন দুবাই প্রসঙ্গ। একজন তো লিখেছিলেন, যুদ্ধ কী হাইব্রিড মডেলে দুবাইতে হবে নাকি ভারত এবার পাকিস্তানে আসবে? তা নিয়ে বিস্তর হাসাহাসি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সংঘাত আবহ ঠান্ডা হলেও ভারতের সঙ্গে আলোচনার জন্য সৌদি আরবই বিশেষ পছন্দ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘DAWN’ এ প্রকাশিত প্রতিবেদন বলছে, ভারতের সঙ্গে কোনও আলোচনা হলে ‘নিরপেক্ষ জায়গা’ হিসাবে অবশ্যই সৌদি আরবের কথা ভাবা যেতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন শেহবাজ। তা নিয়েই এখন চর্চা শুরু আন্তর্জাতিক আঙিনায়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারত-পাকিস্তানের মধ্যে বেনজির সংঘাত দেখেছে গোটা বিশ্ব। যদিও ভারতকে আক্রমণ করতে এসে ভারতীয় সেনার প্রত্যাঘাতে ল্যাজেগোবরে অবস্থা হয়েছে পাক সেনার।
শেষ পর্যন্ত মাঠে নামে আমেরিকা। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষবিরতির কথা বলেন। যদিও আমেরিকার নাক গলানো নিয়ে এখানেও চাপানউতোর কম হয়নি। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হলেও দুই দেশেই বিদ্য়মান চাপা উত্তেজনা। এমতাবস্থায় শেহবাজের মুখে এ কথা যে নতুন চর্চার জন্ম দেবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।





