AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পোশাক খুলে আলিঙ্গন করতে হত পুরুষ সহকর্মীকে, বিস্ফোরক অভিযোগ পান্ডা এক্সপ্রেসের বিরুদ্ধে

কেবল মহিলাই নয়, পান্ডা এক্সপ্রেস(Panda Express)-র পুরুষকর্মীদেরও অন্তর্বাসে দাঁড় করানো হত মঞ্চে। এক পুরুষ সহকর্মী যখন কান্নায় ভেঙে পড়েন, শীর্ষ আধিকারিকরা এক ধাপ এগিয়ে তাঁদের ওই পরিস্থিতিতেই আলিঙ্গনের নির্দেশও দেন।

পোশাক খুলে আলিঙ্গন করতে হত পুরুষ সহকর্মীকে, বিস্ফোরক অভিযোগ পান্ডা এক্সপ্রেসের বিরুদ্ধে
প্রতীকী চিত্র।
| Updated on: Mar 11, 2021 | 4:15 PM
Share

ক্যালিফোর্নিয়া: চাকরিতে পদোন্নতির জন্য গ্যাটের কড়ি খরচ করেই অংশ নিতে হবে একটি সেমিনারে, এমনটাই শর্ত ছিল পান্ডা এক্সপ্রেসের। সংস্থার শর্ত মেনেই ধারদেনা করে অংশ নিয়েছিলেন সেই সেমিনারে, কিন্তু ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি যে কী হতে চলেছে। ২০১৯ সালের সেই ঘটনার স্মৃতি মনে করে পান্ডা এক্সপ্রেসের মহিলাকর্মী জানালেন, সেমিনারে আত্মবিশ্বাস বাড়াতে সকলের সামনেই খোলানো হত পোশাক। কেবল মহিলাই নয়, পুরুষকর্মীদেরও অন্তর্বাসে দাঁড় করানো হত মঞ্চে। এক পুরুষ সহকর্মী যখন কান্নায় ভেঙে পড়েন, শীর্ষ আধিকারিকরা এক ধাপ এগিয়ে তাঁদের ওই পরিস্থিতিতেই আলিঙ্গনের নির্দেশ দেন।

লস আঙ্গেলস কাউন্টি সুপিরিয়র কোর্টে (Los Angeles County Superior Court) ফাস্টফুড চেইন পান্ডা এক্সপ্রেস(Panda Express)-র বিরুদ্ধে এমনটাই অভিযোগ জানিয়েছেন একাধিক কর্মী। মূল অভিযোগকারী জানিয়েছেন, ২০১৬ সাল থেকে তিনি ক্যালিফের সান্টা ক্লারিটা(Santa Clarita)-এ পান্ডা এক্সপ্রেসের শাখায় ক্যাশিয়ার হিসাবে কাজ করতেন। তাঁর ম্যানেজারই বলেছিলেন, যদি একটি বিশেষ ক্লাসে তিনি অংশ নেন, তবেই তাঁর পদোন্নতি হবে।

এই কথা শুনেই তিনি এক আত্মীয়ের কাছ থেকে কয়েকশো ডলার ধার নিয়ে ওই ক্লাসে নাম লেখান। অ্যালাইভ সেমিনার(Alive Seminar)-র আয়োজিত ওই প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনই তাঁকে ফোন জমা রেখে অন্ধকার একটি ঘরে আটকে রাখা হয়। এরপর একদিন তাঁদের বলা হয়, ডুবন্ত জাহাজের যাত্রী তাঁরা এবং মাত্র চারজন বাঁচতে পারবেন। এই পরিস্থিতিতে তাঁরা কীভাবে নিজেদের বাঁচাবেন, তা দেখাতে। পরেরদিন তাঁদের বলা হয়, দেহ থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। তাঁরা কী করবেন, সেটা অভিনয় করে দেখাতে।

আরও পড়ুন: ভয় বাড়াচ্ছে করোনা, ৪ দিন পর থেকেই জারি হচ্ছে লকডাউন

এতদূর অবধি মেনে নিলেও এরপর প্রায় এক ডজন কর্মীদের সামনে তাঁকে পোশাক খুলে নিজের অভ্যন্তরীণ লড়াই তুলে ধরতে নির্দেশ দেওয়া হয়। অন্তর্বাস পরিহিত অবস্থায় পুরুষ কর্মীর সঙ্গে আলিঙ্গন ছাড়াও বন্দি অবস্থায় নানাভাবে যৌন হেনস্থা করা হত।

যদিও পান্ডা রেস্তরাঁর তরফে তাঁদের শাখা সংগঠনের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “অ্যালাইভ সেমিনারেরমালিকানা বা কার্যপদ্ধতির উপর তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই।” পান্ডা এক্সপ্রেসের এক মুখপাত্র জানান, পদোন্নতির জন্য এমন কোনও সেমিনারে অংশ নিতে বলা হয়নি কর্মচারীদের। তবে জমা পড়া অভিযোগপত্রে বলা হয়েছে, কর্মীদের আইডি নম্বর জমা দিলে প্রশিক্ষণ শিবির শেষে তাদের বেশ কিছু উপহার দেওয়া হত। যার উপর সংস্থারই স্টিকার লাগানো থাকত।

আরও পড়ুন: ‘ভাবতে শেখায়, মনকে মুক্ত করে দেয়’, ডিজিটাল গীতার উদ্বোধন মোদীর