AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South Korea: দরজা খোলা অবস্থাতেই ২০০ যাত্রী নিয়ে ভয়ঙ্কর উড়ান, কী ঘটল কোরীয় বিমানের? দেখুন ভিডিয়ো

Passenger opens emergency exit of flight mid-air: মাঝ আকাশেই বিমানের দরজা খুলে দিলেন এক যাত্রী! উড়ানের মাঝে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন দক্ষিণ কোরিয় উড়ান সংস্থা 'এশিয়ানা এয়ারলাইন্সে'র একটি এয়ারবাসের ২০০ যাত্রী।

South Korea: দরজা খোলা অবস্থাতেই ২০০ যাত্রী নিয়ে ভয়ঙ্কর উড়ান, কী ঘটল  কোরীয় বিমানের? দেখুন ভিডিয়ো
মাঝ আকাশেই দরজা খুলে দিলেন যাত্রী
| Edited By: | Updated on: May 26, 2023 | 5:03 PM
Share

সিওল: মাঝ আকাশেই বিমানের দরজা খুলে দিলেন এক যাত্রী! উড়ানের মাঝে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন দক্ষিণ কোরিয় উড়ান সংস্থা ‘এশিয়ানা এয়ারলাইন্সে’র একটি এয়ারবাসের ২০০ যাত্রী। তবে একটাই বাঁচোয়া, বিমানটি সেই সময় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। তাই যাত্রীদের সিটবেল্ট লাগানো ছিল। সেই কারণেই কোনও বড় দুর্ঘটনা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করে। কেউ হতাহত না হলেও, ঘটনার মানসিক অভিঘাতে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। বিমানটি অবতরণের পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এশিয়ানা এয়ারলাইন্স এবং পরিবহন মন্ত্রকের কর্তারা জানিয়েছেন, যে যাত্রী দরজাটি খুলে দিয়েছলেন, তাঁকে আটক করা হয়েছে। এর পিছনে তাঁর কী উদ্দেশ্য ছিল, তা অবশ্য এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, ‘এশিয়ানা এয়ারলাইন্সে’র এয়ারবাস এ৩২১ এয়ারবাস এদিন প্রায় ২০০ যাত্রীকেল নিয়ে দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। এলাকাটি সিওলের প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। রানওয়ের কাছে আসার পরই ইমার্জেন্সি এক্সিটের কাছে বসা এক যাত্রী লিভার স্পর্শ করে ম্যানুয়ালি দরজাটি খুলে ফেলেন। সেই সময় বিমানটি মাটি থেকে প্রায় ২০০ মিটার উপরে ছিল। দরজাটি খোলার সঙ্গে সঙ্গে বিমানের ভিতরে বাতাসের আলোড়ন সৃষ্টি হয়। দক্ষিণ কোরিয়ার বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, কয়েকজন সহযাত্রী ওই ব্যক্তিটিকে দরজা খুলতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত দরজাটি আংশিকভাবে খুলে গিয়েছিল।

বিমানে থাকা এক ব্যক্তি ওই মুহূর্তটি মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন। সেই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে খোলা দরজা দিয়ে কেবিনের ভিতর ঝড়ের বেগে বাতাস ঢুকছে। সেই বাতাসের দাপটে চুল উড়ছে যাত্রীদের। কেবিনের মধ্যে কাপড়চোপড় এবং আসনের কবারও উড়তে দেখা যায়। যাত্রীদের মুখ দেখেই বোঝা যাচ্ছে, ওই উচ্চগতির বাতাসের মধ্যে বসে থাকতে তাদের কতটা অসুবিধা হচ্ছে। কয়েকজনকে দেখা যায় আতঙ্কে চিৎকার করতে। সূত্রের খবর, অপ্রত্যাশিতভাবে দরজাটি খুলে যাওয়ার ফলে বেশ কয়েকজন যাত্রীর শ্বাসকষ্টের শিকার হন। অবতরণের পর অন্তত নয়জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরও জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে কয়েকজন কিশোর ক্রীড়াবিদও ছিল। উলসানে শহরে এক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে আসছিল তারা।