ব্যাংকক: মাঝ আকাশে প্রবল ঝড়ের কবলে পড়ে বিমান। আর তার জেরেই সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, যে সময় ওই ঝাঁকুনি অনুভব করা যাচ্ছিল, সেই সময় বিমানটি ক্রমশ নীচের দিকে নামছিল। আন্দামান সাগরের ওপর সেই বিমান একধাক্কায় ৬০০০ ফুট নেমে যায়। থাইল্যান্ডে এই সময় ঝড়-বৃষ্টির মরসুম। সেই কারণেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল।
বিমানের এক যাত্রী তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, হঠাৎ দেখি যাত্রীরা একেবারে উল্টে গিয়েছেন। বিমানের ছাদে গিয়ে ধাক্কা খাচ্ছেন কেউ কেউ। অক্সিজেন প্যানেলগুলোও ঝুলছিল সেই সময়। পরপর পড়ে যাচ্ছিল যাত্রীদের লাগেজ। যাত্রীরা জানিয়েছেন, অনেকে যাত্রীর মাথা সোজা গিয়ে ধাক্কা মারে বিমানের আলোয়।
লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। পথেই আচমকা ভয়াবহ টারব্যুল্যান্স শুরু হয়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন যাত্রী। ঝাঁকুনি এতটাই বেশি ছিল যে যাত্রীরা কার্যত উল্টে যান বিমানের ভিতর। ২১১ জন যাত্রী ছিলেন ওই বিমানে। কর্মী ছিলেন ১৮ জন।
জানা গিয়েছে, ১৮ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ।