AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan tension: ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে বার্তা নতুন পোপের, কী বললেন?

India Pakistan tension: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন বাড়ে ভারতের। গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। তবে ভারতের তরফে স্পষ্ট করা হয়, শুধুমাত্র জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি।

India Pakistan tension: ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে বার্তা নতুন পোপের, কী বললেন?
পোপ লিও চতুর্দশImage Credit: PTI
| Updated on: May 11, 2025 | 11:13 PM
Share

ভ্যাটিকান সিটি: ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতি নিয়ে বার্তা দিলেন নতুন পোপ চতুর্দশ লিও। পোপ হওয়ার পর রবিবার প্রথম বিশ্বের উদ্দেশে বক্তব্য রাখলেন তিনি। ভারত-পাক সংঘর্ষবিরতিকে স্বাগত জানালেন তিনি। আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে বিশ্বের উদ্দেশে তাঁর বার্তা, “আর যুদ্ধ নয়। ঈশ্বর বিশ্বকে শান্তি উপহার দিন।”

গত ২১ এপ্রিল পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর তিন দিন আগে নতুন পোপ নির্বাচিত হয়েছেন রবার্ট প্রিভোস্ট। প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপ হওয়ার নজির গড়েছেন তিনি। পোপ নির্বাচিত হওয়ার পর তাঁর নতুন পরিচয় হয়েছে চতুর্দশ লিও। এদিন প্রথম বিশ্বের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। ভারত-পাকিস্তানের পাশাপাশি ইউক্রেনেও শান্তি কামনা করেন তিনি। গাজায় যুদ্ধ শেষের আহ্বান জানান। পণবন্দিদের ছাড়া হবে বলেও আশা প্রকাশ করেন।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন বাড়ে ভারতের। গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। তবে ভারতের তরফে স্পষ্ট করা হয়, শুধুমাত্র জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। পাকিস্তানের কোনও নাগরিকের উপর আঘাত হানেনি ভারতীয় সেনা। তারপরও সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। ড্রোন হামলার চেষ্টা করে। মিসাইল ছোড়ে প্রত্যেকটি হামলা প্রতিহত করে ভারত। ২ দেশের মধ্যে সংঘাতের আবহ বাড়ে।

গতকাল পাকিস্তানের ডিজিএমও-র সঙ্গে ভারতের ডিজিএমও-র কথা হয়। উভয়পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। কিন্তু, কয়েকঘণ্টা পর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের গুলি চালায় পাকিস্তান। রবিবার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, পাকিস্তানের ডিজিএমও-কে রবিবার হটলাইনে বার্তা পাঠানো হয়েছে। আজ রাতে কিংবা পরে পাকিস্তান সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে, ভারতীয় সেনা হামলা করছে না। হামলা হলে তার জবাব দিচ্ছে।

প্রতিবেদনটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা।