AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Putin-Trump: ভারতের উপর ‘রুশ জরিমানা’, আলাস্কার বৈঠকেই ট্রাম্পের ‘আসল রূপ’ দেখালেন পুতিন

Putin-Trump: এই নিয়ে কয়েকদিন আগে প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়েছিলেন ট্রাম্প। তখন তিনি বলেন, "আমি এই নিয়ে কিছু জানি না। আমাকে দেখতে হবে।" এবার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন বললেন, "আমেরিকায় নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে।"

Putin-Trump: ভারতের উপর 'রুশ জরিমানা', আলাস্কার বৈঠকেই ট্রাম্পের 'আসল রূপ' দেখালেন পুতিন
ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পImage Credit: PTI
| Updated on: Aug 16, 2025 | 8:55 PM
Share

আলাস্কা: ভারত আগেই বলেছিল। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর পুতিন বললেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে। অথচ কয়েকদিন আগে আমেরিকায় ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার সময় ট্রাম্প বলেছিলেন, রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করায় শুল্ক বাড়িয়েছেন তিনি।

আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার সময় ট্রাম্প বলেছিলেন, “ভারত যে রাশিয়ার থেকে শুধুমাত্র প্রচুর পরিমাণে তেল কিনছে, তা নয়। এই তেল তারা খোলা বাজারে বিক্রি করে বিরাট মুনাফাও লাভ করছে। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে কত মানুষ মরল, তাতে তাদের কিছুই এসে যায় না।” ট্রাম্পকে জবাব দিয়ে ভারত জানায়, আমেরিকা যারা নিজে এত বেশি উদ্বিগ্ন, তারা নিজেরাই রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এবং সার কিনছে। এই যুদ্ধের সময়ও সেই আমদানি বন্ধ হয়নি।

এই নিয়ে কয়েকদিন আগে প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়েছিলেন ট্রাম্প। তখন তিনি বলেন, “আমি এই নিয়ে কিছু জানি না। আমাকে দেখতে হবে।” এবার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন বললেন, “আমেরিকায় নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে। এটা খুবই প্রতীকী। দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি হয়েছে।” দুই দেশ আরও বাণিজ্যিক আদানপ্রদান করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

২০২২ সাল থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের লড়াই চলছে। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসেছেন চলতি বছরের ২০ জানুয়ারি। অর্থাৎ ট্রাম্পের ক্ষমতায় আসার আগে থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে লড়াই চলছে। অথচ ট্রাম্প বলছেন, রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা বন্ধ না করায় শুল্ক বাড়িয়েছেন তিনি। অথচ তিনি ক্ষমতায় আসার পর মার্কিন-রাশিয়া বাণিজ্য বেড়েছে। ট্রাম্পের এই দ্বিচারিতা ফের সামনে আসার পর আমেরিকা কী যুক্তি দেয়, সেটাই দেখার।