Russia-Ukraine Conflict: বেজে গেল যুদ্ধের দামামা, ইউক্রেনে ‘মিলিটারি অপারেশনে’র ঘোষণা পুতিনের

Russia-Ukraine Conflict: সংবাদ সংস্থা এএফপি সূত্রেই পুতিনের এই ঘোষণার কথা জানা গিয়েছে। রাষ্ট্রসংঘের তরফে ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের উপরে হামলা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Russia-Ukraine Conflict: বেজে গেল যুদ্ধের দামামা, ইউক্রেনে 'মিলিটারি অপারেশনে'র ঘোষণা পুতিনের
ইউক্রেন নিয়ে কী বার্তা দিলেন পুতিন?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2022 | 11:31 AM

মস্কো: বিগত কয়েক সপ্তাহ ধরেই যুদ্ধের আশঙ্কা ছিল। এবার তা সত্যিই হয়ে গেল। এদিন সকালেই রাশিয়া(Russia)-র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ঘোষণা করে দিলেন যে রাশিয়ার তরফে ইউক্রেনে (Ukraine) মিলিটারি অপারেশন চালানো হবে। সংবাদ সংস্থা এএফপি সূত্রেই পুতিনের এই ঘোষণার কথা জানা গিয়েছে। রাষ্ট্রসংঘের তরফে ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের উপরে হামলা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাশিয়া যে সে কথার তোয়াক্কা করবে না, তা তাদের সমর সজ্জা ও প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে।

সূত্রের খবর, ইউক্রেনের ডনবাসে ইতিমধ্যেই সেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। মিসাইল হামলা শুরু হওয়ায় ইউক্রেনের সমস্ত বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে। বিপর্যস্ত হয়েছে মোবাইল সংযোগ ব্যবস্থাও। কিয়েভ, খারকিভেও মিসাইল হামলা চলছে বলে জানা গিয়েছে। ইউক্রেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরবেলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনে মিলিটারি অপারেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার পূর্ব অংশে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে দমন করতেই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

রাশিয়ার স্থানীয় সময় ভোর ৬টার (ভারতীয় সময় অনুযায়ী ভোর ৩টে) কিছুক্ষণ আগেই সকলকে চমকে দিয়েই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “আমি মিলিটারি অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। ইউক্রেনের অসামরিকীকরণ ও নাৎজি়দের দূর করার লক্ষ্যেই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”

পুতিন এও জানান যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ কোনওভাবেই এড়ানো সম্ভব নয়। ইউক্রেন বাহিনীর উচিত অস্ত্রশস্ত্র ফেলে রেখে সীমান্ত থেকে বাড়ি ফিরে যাওয়া। তিনি বলেছেন, “ইউক্রেনকে দখল করা রাশিয়ার লক্ষ্য নয়। বরং ডনবাসকে রক্ষা করতেই এই অভিযান চালানো হয়েছে।”

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কিও জানিয়েছেন, রাশিয়া যেকোনও মুহূর্তেই ইউরোপে বড় যুদ্ধ শুরু করতে পারে। রাশিয়া যাতে এই ধরনের হামলা থেকে বিরত থাকে, সেই অনুরোধও জানিয়েছেন তিনি। দেশে যে মিসাইল হামলা হচ্ছে, তা স্বীকার করে নিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তরক্ষী ও পরিকাঠামোর উপর রাশিয়া মিসাইল হামলা চালাচ্ছে।

অন্যদিকে, রাষ্ট্রসংঘের বৈঠকে গতকালই ইংল্যান্ডের তরফে বলা হয় যে, “গোটা বিশ্ব শান্তি চাইলেও, রাশিয়া কারোর কথাই শুনছে না”। আমেরিকার তরফেও বলা হয়েছে, ইউক্রেনে ক্রমাগত সাইবার হানা চালানো হচ্ছে।

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: যুদ্ধের ইঙ্গিত না কূটনীতি? রাশিয়ার স্বার্থ নিয়ে কোনও ‘আপোস নয়’ সাফ জানালেন পুতিন