Saudi Arabia Death: মদিনায় পুড়ল ভারতীয় হজ যাত্রীদের বাস, মৃত্যু হয়েছে অন্তত ৪২ জনের!
Hajj Pilgrims Burns in Medina: সৌদি আরবের পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ফলে আগুন লাগার পর কেউই পালিয়ে যেতে পারেননি। এই বাসে ১১ জন মহিলা ও ১০ জন শিশুও ছিলে বলে খবর। গোটা বাসটি এমনি অগ্নিদগ্ধ হয়েছে যে মৃতদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

সৌদি আরবের মদিনার কাছে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪২ উমরাহ হজ যাত্রীর মৃত্যু হয়েছে। ১৭ নভেম্বর সোমবার ভারতীয় সময় রাত প্রায় ১ টা বেজে ৩০ মিনিট নাগাদ মদিনার কাছে মুফরিহাট অঞ্চলে মক্কাগামী একটি বাস ও ডিজেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ হয়। আর তাতেই আগুন লেগে যায় ওই বাসে। নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক, যারা মূলত হায়দরাবাদের বাসিন্দা।
সৌদি আরবের পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ফলে আগুন লাগার পর কেউই পালিয়ে যেতে পারেননি। এই বাসে ১১ জন মহিলা ও ১০ জন শিশুও ছিলে বলে খবর। গোটা বাসটি এমনি অগ্নিদগ্ধ হয়েছে যে মৃতদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। বেঁচে গিয়েছেন মাত্র একজন। যাঁর নাম মহম্মদ আব্দুল শোয়েব।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এক্স মাধ্যমে পোস্ট করে জানান, রিয়াধের ভারতীয় দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। অন্যদিকে, হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত মৃতদের দেহ ভারতে ফিরিয়ে নিয়ে আসার আর্জি জানিয়েছেন।
তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি পরিস্থিতি মোকাবিলায় দিল্লিতে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন। এই চরম দুঃসময়ে, তেলঙ্গনা সরকার ও জেদ্দার ভারতীয় কনস্যুলেট উভয়ই জরুরি ভিত্তিতে হেল্পলাইন চালু করেছে।
- তেলঙ্গনা সরকারের জারি করা নম্বর: +91 7997959754 ও +91 9912919545
- জেদ্দার কন্স্যুলেটের জারি করা নম্বর: 8002440003
তবে, এই দুর্ঘটনায় মূল চ্যালেঞ্জ হল মৃতদের চিহ্নিত করা ও তাঁদের দেহ বা দেহাংশ দেশে ফিরিয়ে নিয়ে আসা। কূটনৈতিক স্তরে এই বিষয়ে চূড়ান্ত তৎপরতা না দেখালে এই প্রক্রিয়া যে আরও দীর্ঘ হবে, তা বলাই বাহুল্য।
