Slovak PM: প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ প্রধানমন্ত্রী! গুরুতর পরিস্থিতি এই ইউরোপীয় দেশে

May 15, 2024 | 7:32 PM

Slovak PM: গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার (১৫ মে) বিকেলে, স্লোভাক শহর হ্যান্ডলোভাতে এক সরকারি ভবনের সামনে তাঁকে অতর্কিতে গুলি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে বন্দুক-সহ আততায়ীকে আটক করেছে পুলিশ।

Slovak PM: প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ প্রধানমন্ত্রী! গুরুতর পরিস্থিতি এই ইউরোপীয় দেশে
প্রকাশ্যে গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো
Image Credit source: Twitter

Follow Us

ব্রাতিস্লাভা: গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার (১৫ মে) বিকেলে, স্লোভাক শহর হ্যান্ডলোভাতে এক সরকারি ভবনের সামনে তাঁকে অতর্কিতে গুলি করা হয়। তার আগে, ওই ভবনে একটি সরকারি সভা ছিল। সভার শেষে সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। ভিড়ের মধ্যেই রবার্ট ফিকোকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। স্লোভাক প্রধানমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে বন্দুক-সহ আততায়ীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, হ্যান্ডলোভা শহর, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। সেখানে ‘হাউস অব কালচার’ ভবনের বাইরে ৫৯ বছর বয়সী প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। রবার্ট ফিকোর পেটে অন্তত চারটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার সময় স্লোভাক সংসদের অধিবেশন চলছিল। ডেপুটি স্পিকার লুবোস ব্লাহা এই ঘটনার কথা জানিয়ে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন তিনি। তারপরই, দেখেছেন এক ব্যক্তিকে আটক করছে পুলিশ। তারপর, তাকে একটি গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে চলে যায় নিরাপত্তা কর্তারা। সেই সময় একটি গাড়িতে ধাক্কাও মারে নিরাপত্তা কর্তাদের গাড়িটি।

স্লোভাক প্রধানমন্ত্রীর উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন সেই দেশের প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা। তিনি বলেছেন, “আমি হতবাক। এটা একটা নৃশংস ও নির্মম হামলা। আমি এই সঙ্কটের সময়ে কামনা করছি, ঈশ্বর রবার্ট ফিকোকে অনেক শক্তি দিন এবং এই আক্রমণ থেকে তিনি দ্রুত আরোগ্য লাভ করুন।”

Next Article