AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunita Williams: ৯ মাস পর পৃথিবীর মাটিতে পা রাখবেন সুনীতারা! উড়ে গেল ফ্যালকন-৯

Sunita Williams: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেস এক্স কর্তা ইলন মাস্ক দাবি করেছেন, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ইচ্ছাকৃত সুনীতাদের ফেরাতে দেরী করেছেন।

Sunita Williams: ৯ মাস পর পৃথিবীর মাটিতে পা রাখবেন সুনীতারা! উড়ে গেল ফ্যালকন-৯
Image Credit: Getty Image
| Updated on: Mar 15, 2025 | 9:31 AM
Share

ওয়াশিংটন: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আশার আলো। পৃথিবীতে ফিরবেন সুনীতারা! দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোর গত জুন মাস থেকে আটকে আছেন মহাকাশে। তাঁদের ফেরাতে নয়া অভিযান নাসা ও স্পেস এক্স-এর। আজ, শনিবারই স্পেসক্রাফ্ট সহ ফ্য়ালকন-৯ রকেট উৎক্ষেপণ করা হল। গত বুধবার যান্ত্রিক ত্রুটির কারণে অভিযান পিছিয়ে যায়।

আসলে যে বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের পরীক্ষা করা হচ্ছিল, সেটিতে ত্রুটি ধরা পড়ায় বিজ্ঞানীরা জানান, ওই মহাকাশযান মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য ঠিক নয়। ফলে সেই মহাকাশযান খালি অবস্থায় ফিরে আসে। ফলে সুনীতাদের যেখানে কয়েকদিন থাকার কথা ছিল, সেটা ৯ মাস পেরিয়ে গিয়েছে।

এর আগে ১৯৯৪-৯৫ সালে রাশিয়ান মহাকাশচারীর ভালেরি পোলায়কোভ একটানা ৪৩৭ দিন মহাকাশে থাকার রেকর্ড ছিল। পরে ২০২২-২৩-এ একটানা ৩৭১ দিন মহাকাশে থেকেছিলেন নাসার অ্যাস্ট্রোনট ফ্র্যাঙ্ক রুবিও।

এদিকে সুনীতাদের এই মহাকাশযান-বিভ্রাট নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেস এক্স কর্তা ইলন মাস্ক দাবি করেছেন, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ইচ্ছাকৃত সুনীতাদের ফেরাতে দেরী করেছেন। সব ঠিক থাকলে আগামী ১৯ মার্চ সুনীতাদের ফেরার কথা। কিছু মাস আগেই শারীরিক অবনতি ঘটেছিল সুনীতা। মহাকাশচারির প্রাণ নিয়েও সংশয়ে পড়ে গিয়েছিল নাসা। অবশেষে মহাকাশচারীকে ফেরানো সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে।

শুক্রবার ক্রু-১০-এর উৎক্ষেপণের কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় শেষ মুহূর্তে অভিযান ভেস্তে যায়। আজ শনিবার ভোরে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে খবর। নাসা-র তরফে ইতিমধ্যে অভিযানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।