ওয়াশিংটন: তিনি ভারতীয় বংশোদ্ভূত। গুজরাটের মেয়ে। তাই তাঁকে এমন প্রশ্ন করা হবে, এটা কার্যতই স্বাভাবিক। ন’মাস পর মাটিতে নেমেছেন ‘আকাশ-কন্যা’ সুনীতা। আমেরিকা, এমনকি ভারতের অন্দরে তাঁকে নিয়ে উদ্দীপনা এখন চরমে।
সম্প্রতি, এক মার্কিন সংবাদমাধ্যমে নিজের মহাকাশের অভিজ্ঞতা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন সুনীতা। সেখানেই তাঁকে নানা প্রশ্নের ফাঁকেই জিজ্ঞাসা করা হয়, মহাকাশ থেকে কেমন দেখতে লাগে ভারতকে? সুনীতা জানান, ‘ভারত অসাধারণ।’ একদিকে হিমালয়, অন্য দিকে মহাসমুদ্র, ভারতের খুঁটিনাটি বর্ণনাই সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন সুনীতা।
তিনি বলেন, ‘আমরা যতবার হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, ততবারই আমাদের চোখ যেন জুড়িয়ে এসেছে। মহাকাশ থেকে হিমালয়কে অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো দেখতে, যা ভারতের সীমান্ত হয়ে প্রবাহিত হয়ে চলেছে।’ এরপরই সুনীতার মুখে উঠে আসে নিজের পৈতৃক বাসস্থানের কথাও। তিনি বলেন, ‘ভারত যেন ক্য়ানভাস, যেখানে খেলে বেড়াচ্ছে একাধিক রং। বিশেষ করে মুম্বই ও গুজরাটে এই আলো-রঙের খেলা অদ্ভুত সুন্দর।’
নিজের পৈতৃক ভিটে নিয়ে আরও বলতে গিয়ে, সেখানে ফিরে আসারও কথা ফুটে ওঠে সুনীতার মুখে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে একদিন নিজের পৈতৃক ভিটেতে আবার ফিরে যাব।’ এরপরেই সেই সাক্ষাৎকারে ভারতের মহাকাশ গবেষণায় অগ্রগতি নিয়ে প্রশংসা করার পাশাপাশি, আসন্ন একটি মহাকাশ অভিযান নিয়ে উৎসাহ প্রকাশ করেন সুনীতা।
জানা গিয়েছে, চলতি বছরেই সুনীতাকে নিয়ে আরও একটি মহাকাশ অভিযান চালাবে NASA। এই অভিযানে সুনীতা ছাড়াও থাকবেন আরও তিন নভোশ্চর। যাদের মধ্য়ে আবার একজন ইসরোর মহাকাশচারী। নাম শুভাংশু শুক্লা। এদিন সুনীতা জানান, ‘একজন ভারতীয় মহাকাশচারীর সঙ্গে আমি অভিযানে যেতে চলেছি, এটা ভেবেই বেশ উৎফুল্ল বোধ করছি।’